সোমবার,১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষ: মা-নবজাতকসহ নিহত ৩


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৫.২০২৩

ডেস্ক রিপোর্ট:

সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটর মির্জাপুর শ্মশান এলাকায় তেলবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে মা ও নবজাতক কন্যাসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অ্যাম্বুলেন্স চালকসহ আরও চারজন।

বুধবার (১০ মে) বিকাল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন-আশাশুনি উপজেলার খলিষানী গ্রামের আলাউল ইসলামের স্ত্রী তানজিলা খাতুন (৪০), তার সদ্য ভূমিষ্টজাত কন্যা শিশু ও নিহতের বড় জামাতা সদর উপজেলার নারায়ণপুর গ্রামের বেলাল হোসেন ডালিম (২৮)।

নিহত গৃহবধূর স্বামী আলাউল ইসলাম জানান, নিজ বাড়িতে মঙ্গলবার কন্যা সন্তান প্রসব করেন তানজিলা খাতুন। তবে কন্যা সন্তানটি হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়ায় অ্যাম্বুলেন্সযোগে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল মা ও কন্যা শিশুটিকে। পথিমধ্যে মির্জাপুর নামক স্থানে দুর্ঘটনার কবলে পড়ে তারা মারা যান।

সাতক্ষীরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শিমুল রানা জানান, সাতক্ষীরাগামী মেঘনা কোম্পানির একটি তেলবাহী ট্রাক ও খুলনাগামী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশের ওসি শওকত হোসেন জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলে মা, নবজাতক ও নিহতের বড় জামাতা ডালিমের মৃত্যু হয়েছে। এ ছাড়া অ্যাম্বুলেন্সের চালকসহ কমপক্ষে চারজন আহত হয়েছেন। এর মধ্যে দুইজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও অপর দুইজনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি