রবিবার,৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ইমরানকে গ্রেফতার বেআইনি, মুক্তির নির্দেশ আদালতের


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৫.২০২৩

আন্তর্জাতিক ডেস্ক:

ইসলামাবাদ হাইকোর্ট থেকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার করা বেআইনি বলে ঘোষণা করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে অবিলম্বে তাকে মুক্তির নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১১ মে) পাকিস্তানের সুপ্রিম কোর্টে ইমরান খানের গ্রেফতারের বৈধতা নিয়ে আবেদনের শুনানি হয়। প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ শুনানি নেন।

শুনানির এক পর্যায়ে এক ঘণ্টার মধ্যে ইমরান খানকে হাজির করার নির্দেশ দেন সর্বোচ্চ আদালত। সে অনুযায়ী ইমরানকে হাজির করা হয়।

পরে শুনানি নিয়ে সাবেক প্রধানমন্ত্রী ইমরানের গ্রেফতারকে বেআইনি ঘোষণা করেন সুপ্রিম কোর্ট। পাশাপাশি অবিলম্বে তাকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি