সোমবার,১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


সংঘাত কবলিত সুদান থেকে ফিরলেন আরও ২৩৯ বাংলাদেশি


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৫.২০২৩

ডেস্ক রিপোর্টঃ

সংঘাত কবলিত সুদান থেকে আরও ২৩৯ বাংলাদেশি সৌদি আরবের জেদ্দা হয়ে বাংলাদেশে ফিরেছেন।

শুক্রবার (১১ মে) সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইটে তারা ফেরেন।

গতকাল বৃহস্পতিবারও সুদান থেকে জেদ্দা হয়ে তিন ধাপে ১৮০ জন বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়।

এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছিলেন, শুক্রবার বিশেষ ফ্লাইটে ৫৫৫ জন বাংলাদেশি সুদান থেকে দেশে ফিরবেন। তাদের ফেরাতে চারটি ফ্লাইট ঠিক করা হয়েছে।

সুদানে ক্ষমতার দ্বন্দ্বে গত কয়েক সপ্তাহ ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে। এতে বহু মানুষ হতাহত হয়েছেন। এমন প্রেক্ষাপটে বিভিন্ন ধাপে বাংলাদেশি নাগরিকদের জেদ্দা হয়ে ঢাকায় ফিরিয়ে আনা হচ্ছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি