শনিবার,২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


দেশ সেরা দাউদকান্দির উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলীকে সংবর্ধনা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৫.২০২৩

জাকির হোসেন হাজারী,

প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে বিশেষ অবদানের জন্য জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক-২০২২ অর্জন করায় দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর অবঃ মোহাম্মদ আলী সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে শনিবার (১৩ মে ) দুপুরে গৌরীপুর ঈদঁগা মাঠে তাকে এ সংবর্ধনা দেয়া হয়। পরে উপজেলার বিভিন্ন প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিনুল হাসান এর সভাপতিত্বে সংবর্ধিত অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর অবঃ মোহাম্মদ আলী বলেন, আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর প্রাথমিক শিক্ষার প্রসার ঘটাতে বিভিন্ন উদ্যোগ নিয়েছি, যা চলমান রয়েছে । শিক্ষা ক্ষেত্রে বর্তমান সরকারের নেয়া পদক্ষেপ গুলো বাস্তবায়ন করতে মাননীয় সংসদ সদস্য আমার অভিভাবক মেজর জেনারেল অবঃ সুবিদ আলী ভূইয়ার দিকনির্দেশনায় সব সময় কাজ করে যাচ্ছি । এজন্যই আজ আমি শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছি। আমার এই শ্রেষ্ঠ চেয়ারম্যান হওয়ার কৃতিত্ব আমার উপজেলার সকল প্রশাসনিক কর্মকর্তা ও দাউদকান্দিবাসীর প্রতি উৎস্বর্গ করলাম।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামাল উদ্দিন আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথামিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান, কেন্দ্রীয় প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি গাজিউল হক চৌধুরী এবং গৌরীপুর ইউনিয়নের চেয়ারম্যান নোমান মিয়া সরকার। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন, প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব, প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি মোঃ কামরুল হাছান ভূইয়া প্রমূখ।

উল্লেখ্য, মেজর (অব.) মোহাম্মদ আলী চেয়ারম্যান হিসেবে টানা দুইবার দায়িত্ব পাওয়ার পর দাউদকান্দিতে প্রাথমিক শিক্ষার ব্যাপক উন্নয়ন ঘটেছে। ইতোমধ্যে তিনি জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন। তিনি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে শতভাগ রঙিন বই নিশ্চিতকরণ, স্কুল ড্রেস, ক্রীড়া সামগ্রী বিতরণ, বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ, ইন্টারনেট সংযোগসহ নানা রকমের উন্নয়নমূলক কর্মপরিকল্পনা গ্রহণ করেছেন যা চলমান। এর ফলে উপজেলাটিতে শিক্ষার্থী ঝড়ে পড়ার হার শূন্যের কোঠায় নেমে এসেছে। শতভাগ স্কুলে ল্যাপটপ, মডেম, ইন্টারনেট ব্যবস্থা রয়েছে।
প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ আবদানের জন্য রোববার( ১২ মার্চ) জাতীয় ভাবে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত ওসমানী স্মৃতি মিলয়নায়তনে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২২, মেজর অবঃ মোহাম্মদ আলীকে প্রদান করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি