বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


পুকুরে গোসল করতে গিয়ে প্রাণ গেল ৩ শিশুর


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৫.২০২৩

ডেস্ক রিপোর্ট:

পাবনার ঈশ্বরদী উপজেলায় একটি পুকুরে গোসল করতে নেমে তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার সাঁড়া গোপালপুর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ওই তিন শিশু হলো সাঁড়া গোপালপুর এলাকার বাচ্চু মণ্ডলের ছেলে ও স্থানীয় বাঘইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র জাহিদ (৯), একই গ্রামের পাঞ্জু মালোর ছেলে হৃদয় মালো (১০) এবং উপজেলার সাঁড়া ইউনিয়নে মাঝদিয়া গ্রামের আকিজলের মেয়ে ও মাঝদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী আনিকা (১১) ।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে জাহিদ, হৃদয় ও আনিকা পরিবারের অগোচরে বাড়ির পাশের তহুরুল ইসলাম মানিকের পুকুরে গোসল করতে যায়। তারপর থেকে তারা নিখোঁজ হয়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে দুপুর আড়াইটার দিকে ওই পুকুর থেকে পরপর তিন শিশুকে উদ্ধার করেন স্থানীয় ব্যক্তিরা।

পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সবাইকে মৃত ঘোষণা করেন। এর মধ্যে গতকাল শুক্রবার আকিজলের স্ত্রী আনিকাকে নিয়ে মাঝদিয়া থেকে সাঁড়া গোপালপুর এলাকায় তার মামার বাড়িতে বেড়াতে এসেছিলেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, ওই তিন শিশুকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিন শিশুর মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে, ময়নাতদন্তের জন্য পাঠানো হবে কি না এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি