সোমবার,১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৫.২০২৩

ডেস্ক রিপোর্ট:

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় শাহ আলম মিলন (২৮) নামে এক প্রবাসী নিহত হয়েছেন।

বুধবার (১৭ মে) সকাল ১০টায় সৌদি আরবের রাজধানী রিয়াদের আল কাছিম হাইওয়ে রোডে স্থানীয় সময় এই দুর্ঘটনা ঘটে।

শাহ আলম মিলন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের ভাওয়াল গাজী বাড়ির মৃত জাকির হোসেন ও নূর জাহান বেগম দম্পতির সন্তান। মিলন তিন বোনের মধ্যে একমাত্র ভাই।

পরিবার সূত্রে জানা গেছে, ২০১৬ সালে শাহ আলম মিলন কর্মের সন্ধানে সৌদি আরব যায়। বুধবার সকাল ১০টায় রিয়াদের আল কাছিম হাইওয়ে রোডে সৌদি সময় সড়ক দুর্ঘটনার শিকার হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করে।

নিহতের মামা স্বজন শওকত করিম জানান, পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার (১৮ মে) সৌদি আরবে শাহ আলম মিলনের জানাজা শেষে দাফন সম্পন্ন হবে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু তাহের পাটওয়ারী বিষয়টি নিশ্চিত করে বলেন, শাহ আলম মিলন তার পরিবারের একমাত্র পুত্র সন্তান। সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর খবরে তার পরিবারে চলছে শোকের মাতম। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিতে হারিয়ে পরিবারটি একেবারেই নিঃস্ব হয়ে গেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি