শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » আবারও মার্কিন নিষেধাজ্ঞা আসবে কিনা জানেন না পররাষ্ট্রমন্ত্রী


আবারও মার্কিন নিষেধাজ্ঞা আসবে কিনা জানেন না পররাষ্ট্রমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০৫.২০২৩

ডেস্ক রিপোর্ট:

সম্প্রতি আবারও আসছে মার্কিন নিষেধাজ্ঞা, এমন খবর প্রকাশিত হয়েছে। এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আমেরিকা বলে কয়ে কিছু করে না। তাই মার্কিন নিষেধাজ্ঞা আসবে কিনা সেই বিষয়ে তিনি কিছুই জানেন না।

সোমবার (২২ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন মার্কিন নিষেধাজ্ঞা আসবে কিনা জানি না। তারা তো বলে কয়ে কিছু করে না। তবে আমি আশা করছি, এ বিষয়ে আমেরিকার শুভবুদ্ধির উদয় হবে।

মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে জাতীয় দৈনিকে প্রকাশিত এক সংবাদের বিষয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, গতকাল কৃষিমন্ত্রীও বলেছেন দেশে স্যাংশনের কোনো কারণ নেই। এটা হলে দুঃখজনক হবে। আমেরিকা তো হাজার হাজার নিষেধাজ্ঞা দিচ্ছে। সম্প্রতি আমেরিকার একজন প্রতিনিধি এসেছিলেন তাদের বক্তব্য অত্যন্ত পজিটিভ ছিল। সেক্ষেত্রে আপানারা যে তথ্য দিলেন এ বিষয়ে আমাদের জানা নেই।

এদিকে মার্কিন দূতাবাস তাদের নাগরিকদের বাংলাদেশে চলাচলে সতর্কতা দিয়েছে, এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা খুবই দুঃখজনক। আরও সাত আট মাস পর নির্বাচন হবে। তাদের জিজ্ঞেস করেন তারা কেন এই সতর্কতা দিলো। আমাদের দেশে হত্যা নেই, গুলি করে কাউকে মারা হয় না।

সংবাদে প্রকাশিত তথ্য অনুযায়ী চায়নিজ লব্সি হিসেবে কাজ করেছেন কীনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা মিথ্যা তথ্য। চায়নিজ প্রতিষ্ঠানে লবিস্ট হিসেবে কাজ করেছি, এটা ডাহা মিথ্যা। বরং বলতে পারেন আমি সারাজীবন আমেরিকায় ছিলাম, সেখানে কাজ করেছি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি