শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লা বিশ্ববিদ্যালয় দিবসে যেসব আয়োজন থাকছে


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৫.২০২৩

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে বিশ্ববিদ্যালয়ের থিম সং পরিবেশন, সাংস্কৃতিক সন্ধ্যাসহ নানা আয়োজনের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (২৩ মে) বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক ড. মুহ. আমিনুল ইসলাম আকন্দ।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনের জন্য দিনব্যাপী নানা আয়োজন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। র‍্যালি, কেক কাটা, আলোচনা সভা থাকবে প্রথম অংশে। পরবর্তী অংশে শিক্ষক, ছাত্রদের যৌথ প্রযোজনায় মুক্তমঞ্চে বিশ্ববিদ্যালয়ের থিম সং পরিবেশন, বিশ্ববিদ্যালয় নিয়ে একটি ডকুমেন্টারি করা হয়েছে সেটি প্রদর্শন করা হবে। এবং সবশেষে থাকবে সাংস্কৃতিক সন্ধ্যা। সাংস্কৃতিক সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনগুলো অংশগ্রহণ করবে।

কোনো প্রকার কন্সার্টের আয়োজন করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের মধ্যকার যারা আছে তারা সাংস্কৃতিক সন্ধ্যার অংশ হিসেবে গান পরিবেশন করবে। বাইরে থেকে বড় কোনো ব্যান্ড আনার পরিকল্পনা থাকলেও আমরা বাজেট সল্পতার কারণে সেটি পারছি না। তবে চেষ্টা করা হচ্ছে কোনো স্পনসর যদি পাওয়া যায় তাহলে বড় কোনো ব্যান্ড দিয়ে আয়োজন করা হবে।

প্রসঙ্গত, গত বছরে বিশ্ববিদ্যালয়ের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ড. দুলাল চন্দ্র নন্দীকে আহ্বায়ক করে ১৪ সদস্যের কমিটি গঠন করা হয়েছিল। যেটি প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজন করতেও ব্যর্থ হয়। ফলে শিক্ষার্থীরা নিজ উদ্যোগেই একটি সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি