শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতির কারণে অর্থ পাচার কমবে: পররাষ্ট্রমন্ত্রী মোমেন


যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতির কারণে অর্থ পাচার কমবে: পররাষ্ট্রমন্ত্রী মোমেন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০৫.২০২৩

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতির কারণে অর্থ পাচার কমবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ।

আজ রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি সাংবাদিকদের এ মন্তব্য করেন। ড. মোমেন বলেন, ভিসা (যুক্তরাষ্ট্রের) কারা নেয়? কিছু ধনী ব্যক্তি ও সরকারি কর্মকর্তারা । যারা আমার পলিটিক্যাল এজেন্ট, যারা নির্বাচনে কাজ করবে, তারা ভিসা চাইতে আসে না । তাহলে এটা নিয়ে দুশ্চিন্তার কারণ কী?’

তিনি আরও বলেন, কিছু রাজনীতিবিদ, বড় ব্যবসায়ী বা সুশীল সমাজের নেতা যাদের ছেলে-মেয়েরা বিদেশে পড়াশোনা করে, তারা সেখানকার ভিসা নেয়। নতুন ভিসা নীতির কারণে মানি লন্ডারিং কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি ।

মোমেন বলেন, যারা সহিংসতা, অগ্নিসংযোগ ও ধ্বংসযজ্ঞের আশ্রয় নেয়, তাদের নেতাদের সতর্ক হওয়া দরকার । আপনারা জানেন এই কাজগুলো কারা করে ।

তিনি আরও বলেন, ‘আমরা চাইব, এই ভিসা নীতির আওতায় জ্বালাও-পোড়াও বন্ধ হোক। যারা একবার জ্বলেছে এবং জীবিত আছে তাদের চেহারা দেখলে বড় দুঃখ পাবেন। আমরা আর জ্বালাও পোড়াও চাই না।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি