মোঃ জামাল উদ্দিন দুলালঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পুর্তি উপলক্ষে দেবিদ্বার উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার সকালে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নিবাহী অফিসার নিগার সুলতানা সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের সংসদ সদস্য রাজি মোহাম্মদ ফখরুল এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাছরিন সুলতানা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানী, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম, দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি একেএম মনিরুজ্জামান মাষ্টার, কুমিল্লা জেলা পরিষদ সদস্য মোঃ বাবুল হোসেন রাজু, বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক মোঃ লিটন সরকার, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগ নেতা ও প্রভাষক মোঃ সাইফুল ইসলাম শামীম, দেবিদ্বার পৌর আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর সুমন, আওয়ামীলীগ নেতা মোঃ আমির হোসেন আমু, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার খান পারভেজ সহ আরো অনেকে প্রমূখ। আলোচনা সভা শেষে বিজয়ী শিক্ষাথীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।