বুধবার,১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » কু‌মিল্লার নিউমা‌র্কেটে মসলার বাজা‌রে অ‌ভিযান : ৪ প্রতিষ্ঠান‌কে ১৪ হাজার টাকা জ‌রিম‌ানা


কু‌মিল্লার নিউমা‌র্কেটে মসলার বাজা‌রে অ‌ভিযান : ৪ প্রতিষ্ঠান‌কে ১৪ হাজার টাকা জ‌রিম‌ানা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৫.২০২৩

স্টাফ রিপোর্টার:

কু‌মিল্লা নগরীর নিউমা‌র্কেট এলাকায় মসলার বাজা‌রে তদার‌কি অ‌ভিযান প‌রিচা‌লনা ক‌রে ৪ প্রতিষ্ঠান‌কে ১৪ হাজার টাকা জ‌রিম‌ানা ক‌রে‌ছে ভোক্তা অ‌ধিকার সংররক্ষণ অ‌ধিদপ্তর।

মূল‌্য তা‌লিকা দৃশ‌্যমান স্থা‌নে প্রদর্শন না করা, মসলার মূল‌্য বা‌ড়ি‌য়ে লেখা, ক্রয়ের ভাউচার সংরক্ষণ না করা ও মেয়াদ উত্তীর্ণ পণ‌্য বি‌ক্রির ম‌তো ভোক্তা অ‌ধিকার বি‌রোধী কর্মকা‌ণ্ডের অ‌ভিযো‌গে এ জ‌রিমানা করা হয়।

সহকারী প‌রিচা‌লক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে প‌রিচা‌লিত এ অ‌ভিযা‌নে জেলা স‌্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর ইসরাইল হো‌সেন, উপ‌জেলা স‌্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর এ‌কে আজাদ, নিউমা‌র্কেট ব‌্যবসায়ী স‌মি‌তির সে‌ক্রেটা‌রি ও জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন।

জ‌রিমানাকৃত প্রতিষ্ঠানগু‌লো যথাক্রমে ব্রাদার্স ট্রেড ইন্টারন‌্যাশনাল ১ হাজার, তু‌হিন স্টোর ১ হাজার, মা ডিপার্টমেন্টাল স্টোর ২ হাজার এবং আপন ফ‌্যা‌মি‌লি ডিপার্টমেন্টাল স্টোর‌কে ১০ হাজার টাকা। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব‌্যাহত থাক‌বে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি