শনিবার,২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


দেবিদ্বারে পৌরসভার নির্বাচন ১৭ জুলাই


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.০৫.২০২৩

মোঃ জামাল উদ্দিন দুলালঃ

কুমিল্লার দেবিদ্বার পৌর সভার আয়তন ১৮.৬২ বর্গ কিলোমিটারে রয়েছে পৌরসভার
৯টি ওয়ার্ড, এতে মোট ভোটার সংখ্যা প্রায় ৪৬ হাজার। দীর্ঘ ২১ বছরের অবশান
ঘটিয়ে দেবিদ্বার পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

প্রথম বারের মতো আগামী ১৭জুলাই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানা যায়।

দেবিদ্বার উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আলতাফ হোসেন তফসিল ঘোষণার
বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ বুধবার ৩১মে দুপুরে নির্বাচন কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমান
স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনের ভিত্তিতে দেবিদ্বার পৌরসভায় প্রথম বারের
মতো নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৭ জুলাই ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএম এর
মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৮ জুন,
বাছাই ১৯ জুন, ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৫ জুন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি