রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » রাজনীতি » চূড়ান্ত আন্দোলনে ১২ দল সব সিদ্ধান্তের দায়িত্ব দিলো বিএনপিকে


চূড়ান্ত আন্দোলনে ১২ দল সব সিদ্ধান্তের দায়িত্ব দিলো বিএনপিকে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৬.২০২৩

ডেস্ক রিপোর্ট:

চলমান আন্দোলন বেগবান করতে ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। এতে চূড়ান্ত আন্দোলনের সব বিষয়ে সিদ্ধান্ত নিতে বিএনপিকে দায়িত্ব দি‌য়ে‌ছে ১২ দলীয় জোট।

বুধবার (১৪ জুন) দুপু‌রে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে রাষ্ট্র মেরামতের যৌথ ঘোষণা কীভাবে হবে এবং কবে নাগাদ এক দফা আন্দোলন শুরু করা উচিত- এসব বিষয়ে জোট নেতারা মতামত দেন। বৈঠ‌কে ১২ দলীয় জোট নেতারা নানা মতামত দিলেও সর্বোপরি আন্দোল‌নের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার বিএনপির ওপর ছেড়ে দেওয়া হয়।

বৈঠকে বিএনপির পক্ষে ছিলেন দ‌লের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ও লিয়াজোঁ কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, মোহাম্মদ শাহজাহান, আবদুল আউয়াল মিন্টু।

এ ছাড়া মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বে জাতীয় পার্টি (জাফর), সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের নেতৃত্বে বাংলাদেশ কল্যাণ পার্টি, কে এম আবু তাহেরের নেতৃত্বে এনডিপি, শাহাদাত হোসেন সেলিমের নেতৃত্বে বাংলাদেশ এলডিপি, জুলফিকার বুলবুল চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ মুসলিম লীগ ও মুফতি মহিউদ্দিন ইকরামের নেতৃত্বে জমিয়তে উলামায়ে ইসলাম বৈঠকে অংশ নেন।

সূত্র জানায়, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল, খালেদা জিয়ার মুক্তিসহ বিভিন্ন দাবিতে চলমান যুগপৎ আন্দোলনের পরবর্তী কর্মসূচি কী হতে পারে, সে বিষয়ে আলোচনা হয়ে‌ছে আজ‌কের বৈঠ‌কে।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি