রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » রাজনীতি » জাবিতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে মানববন্ধন


জাবিতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে মানববন্ধন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৬.২০২৩

ডেস্ক রিপোর্ট:

নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে বিএনপিপন্থীদের সংগঠন জাতীয়তাবাদী শিক্ষক কর্মকর্তা-কর্মচারী ফোরাম।

বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনের সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা দেশে লাগামহীন দুর্নীতি, অব্যবস্থাপনা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও লোডশেডিংয়ের প্রতিবাদ জানান।

জাতীয়তাবাদী শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ফোরামের সদস্য সচিব অধ্যাপক শামসুল আলমের সঞ্চালনায় অফিসার সমিতির সহ-সভাপতি আবদুর রহমান বলেন, একটা দল যারা বিনা ভোটে ১৫৫টি আসন পাওয়ার মত ঘটনা ঘটে। দিনের ভোট রাতে হয়। এমনকি আওয়ামী লীগের পক্ষের দল ইসলামী আন্দোলনকেও সিটি কর্পোরেশন নির্বাচন বয়কট করতে হয়েছে। এই থেকে এটা নিশ্চিতভাবে বলা যায় যে, এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়৷ আমরা তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই।’

এসময়, পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক রাশেদুল ইসলাম বলেন, ‘স্বাধীনতার মূলমন্ত্র গণতন্ত্রের পিঠ দেয়ালে ঠেকে গেছে। দিনের ভোট রাতে হয়েছে। গণতন্ত্র সমন্বিত হোক। আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব। স্বাধীনতার পঞ্চাশ বছর পরে জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমাদের দাঁড়াতে হচ্ছে এটা খুবই দুঃখের বিষয়।’

মানববন্ধনে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের আহ্বায়ক অধ্যাপক সৈয়দ মোহাম্মদ কামরুল আহছান বলেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবি শুধু আমাদের একার দাবি না, এটি এখন দেশের সকল মানুষের দাবি। তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগ বাতিল করেছে। এটার মাধ্যমে তারা সুষ্ঠু নির্বাচন করে জনগণের আস্থা অর্জন করতে পারতো, কিন্তু তারা সেটা করেনি। এর মাধ্যমে প্রমাণিত হয় শুধুমাত্র ক্ষমতা ধরে রাখতে তাঁরা এ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে। আমরা আগমী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার জোর দাবি জানায়।

এসময়, অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন অধ্যাপক সোহেল রানা, অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক নুরুল ইসলাম, সহযোগী অধ্যাপক বোরহানউদ্দিনসহ কর্মকর্তা কর্মচারীসহ আরো অনেকই।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি