ডেস্ক রিপোর্ট:
কুমিল্লার হোমনায় ১৩ বছর বয়সী এক কিশোরীকে দুই দিন ঘরে আটকে রেখে গণধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। ঘটনায় অভিযুক্ত দুজনকে আটক করা হয়েছে।
সোমবার (১৯ জুন) সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ ও ভিকটিমকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেলে চিকিৎসা করানো হচ্ছে।
উপজেলার পৌরসভার শ্রীমদ্ধি গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের তোতা সরকারের বাড়িতে গত ১৫ ও ১৬ জুন (দুই দিন) এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলো তিতাস উপজেলার উত্তর আকালিয়া গ্রামের প্রবাসী ইনু মিয়ার ছেলে মো. রাবিব হাসান নাঈম (১৯) ও পূর্ব শ্রীমদ্ধী গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের মো. রবিকুল ইসলামের ছেলে মো. ইমন সরকার (২২)।
মামলা সূত্রে জানা যায়, ভিকটিম গত ১৫ জুন বিকালে গ্রামের দরগা বাড়ির মাঠে খেলতে গেলে অনুমান সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অভিযুক্তরা ভিকটিমকে ফুসলিয়ে কৌশলে পৌরসভাস্থ শ্রীমদ্দি গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের তোতা সরকারের বসতঘরের ভেতরে নিয়ে ধর্ষণ করে এবং পরদিন ১৬ জুনও ভিকটিমকে আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করে বলে।
ভিকটিমের মা বাদী হয়ে ১৯ জুন সোমবার দুজনকে আসামি করে মামলা দায়ের করেন। থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, ভিকটিমের মায়ের অভিযোগে মামলা রুজু করা হয়েছে এবং অভিযুক্ত দুজনকেই আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ভিকটিমের প্রয়োজনীয় রিপোর্টের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।