সোমবার,৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ইউক্রেন রেখে হঠাৎ মস্কোর দিকে রাশিয়ার ওয়াগনার বাহিনী!


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৬.২০২৩

আন্তর্জাতিক ডেস্ক:

উল্টোপথে হাঁটতে শুরু করেছে রাশিয়ার ভাড়াটে সেনা সংগঠন আধাসামরিক বাহিনী ওয়াগনার। এতদিন ইউক্রেনের বিরুদ্ধে মস্কোর হয়ে যুদ্ধ করা এ বাহিনী সামরিক নেতৃত্বকে উৎখাতে মস্কো অভিমুখে রওনা দিয়েছে। বিভিন্ন সূত্র এ খবর নিশ্চিত করেছেন।

শুক্রবার এক অডিও বার্তায় এই বিদ্রোহের ডাক দেন বাহিনীর শীর্ষ কমান্ডার ইয়েভগেনি প্রিগোঝিন। জানান, তার বাহিনীর যোদ্ধাদের ওপর হামলাকারী সামরিক নেতাকে উৎখাত করা হবে।

অডিও বক্তব্যে বেশ কয়েকবার রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী এবং দেশটির সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমোভের বিরুদ্ধে তীব্র ক্ষোভ জানিয়েছেন পিএমসি ওয়াগনারের শীর্ষ কমান্ডার।

বিদ্রোহের ঘোষণা দিয়ে ইয়েভগেনি প্রিগোঝিন’র মুখপাত্রের মাধ্যমে এক অডিওবার্তায় বলেন, রুশ বাহিনী আমাদের বিভিন্ন সেনা শিবিরের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব হামলায় তাদের অনেক সহযোদ্ধা সেনাসদস্যে মৃত্যুও হয়েছে।

এ কারণে পিএমসি ওয়াগনারের সর্বোচ্চ নির্বাহী ফোরাম কমান্ডার্স কাউন্সিল এই সিদ্ধান্ত নিয়েছে যে, সামরিক নেতৃত্বের হাত থেকে রাশিয়াকে অবশ্যই রক্ষা করতে হবে।

এদিকে, ওয়াগনারের এমন সিদ্ধান্তে মস্কো কর্তৃপক্ষ নিরাপত্তা জোরদার করাসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সুরক্ষা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে। প্রেসিডেন্ট পুতিনও নিয়মিত বাহিনীর সাথে রাশিয়ার ভাড়াটে সৈন্যদের এ মতবিরোধ সম্পর্কে অবগত বলে জানিয়েছে ক্রেমলিন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি