সোমবার,৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


‘৬ মুসলিম দেশে ২৬ হাজার বোমা মেরেছেন ওবামা’


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৬.২০২৩

আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার মন্তব্যে বেজায় চটেছে ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার। ইতোমধ্যে বারাক ওবামাকে একহাত নিয়েছেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

গতকাল রোববার নয়াদিল্লিতে বিজেপি সদরদপ্তরে সাংবাদিকদের নির্মলা বলেছেন, ‘ওবামা যখন প্রেসিডেন্ট ছিলেন তখন ছয়টি মুসলিম দেশে বোমা মেরেছে যুক্তরাষ্ট্র।’

তিনি আরও বলেন, ‘ওবামার আমলে মুসলিম অধ্যুষিত ছয়টি দেশে বোমা ছোড়া হয়। সিরিয়া, ইয়েমেন থেকে শুরু করে সৌদি আরব এবং ইরাকে ২৬ হাজারের বেশি বোমা মারে যুক্তরাষ্ট্র।’

সেইসময় বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দেশটির ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

গত সপ্তাহে তিন দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে বাইডেনের সঙ্গে বৈঠকের আগে ওবামা বলেন, নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনায় ভারতের সংখ্যালঘুদের ওপর হামলার প্রসঙ্গ তোলা উচিত বর্তমান প্রেসিডেন্টের।
নয়াদিল্লিতে সংবাদ সম্মেলনে নির্মলা

সংবাদমাধ্যম সিএনএন’কে দেওয়া সাক্ষাৎকারে ওবামা বলেছিলেন, ধর্মীয় সংখ্যালঘু এবং অন্যান্য জাতির মানবাধিকার রক্ষা করা না হলে ভবিষ্যতে ভাগ হয়ে যেতে পারে ভারত। ওবামার এসব বক্তব্যেই চটে যান নির্মলা।

এ নিয়ে সংবাদ সম্মেলনে এদিন নির্মলা আরও বলেন, ভারতের প্রধানমন্ত্রী যখন যুক্তরাষ্ট্র গেছেন এবং সেখানকার মানুষের সামনে ভারতের কথা তুলে ধরেছেন, সেই সময় একজন প্রাক্তন প্রেসিডেন্ট ভারতীয় মুসলিমদের কথা বলছেন। এটা খুবই আশ্চর্যজনক।

নির্মলার দাবি, মোদির বিরুদ্ধে এগুলো সবই উদ্দেশ্য প্রণোদিত চক্রান্ত। নির্মলা বলেন, আইন শৃংখলা রাজ্যের একতিয়ারভুক্ত। প্রতিটি রাজ্যেই নির্বাচিত সরকার রয়েছে। তারাই এ বিষয়ে সিদ্ধান্ত নেয়। হাতে কোনো তথ্য প্রমাণ এবং পরিসংখ্যান ছাড়াই এই ধরণের মন্তব্য করায় একটাই বিষয় স্পষ্ট হয়, এগুলোই সবই উদ্দেশ্য প্রণোদিত প্রচার।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি