শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


৫০০ টাকার জন্য মুদি দোকানীকে হত্যা, যুবক আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০৭.২০২৩

ডেস্ক রিপোর্ট:

বগুড়ায় মাত্র ৫০০ টাকার জন্য মুদি দোকানী জাকিরুল ইসলাম হত্যা মামলার পলাতক আসামি জাহাঙ্গীর হোসেনকে (২২) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

দীর্ঘদিন পলাতাক থাকার পর গত শনিবার রাত ১০টায় বগুড়া র‌্যাব-১২ ও র‌্যাব-৪ যৌথ অভিযানে সাভারের শ্রীপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করে। আটক হওয়া জাহাঙ্গীর ধুনট উপজেলার মাজবাড়ী এলাকার মৃত মোকলেছুর রহমানের ছেলে। নিহত জাকিরুল শাজাহানপুর উপজেলার দড়িনন্দগ্রাম দক্ষিণপাড়ার মৃত আব্দুল হামিদ প্রামানিকের ছেলে।

রবিবার বেলা ১২টায় সংবাদ সম্মেলনে র‌্যাব-১২ বগুড়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (স্কোয়াড কমান্ডার) মো. নজরুল ইসলাম জানান, নিহত জাকিরুল ইসলাম গত ১ বছর যাবৎ ধুনট উপজেলার মাজবাড়ী এলাকায় তার শশুর বাড়ীতে সপরিবারে বসবাস করতো। সেখানে সে একটি মুদি দোকান দেয়। গত বছরের ৯ ডিসেম্বর আসামি জাহাঙ্গীর তার পূর্ব পরিচিত জাকিরুলের কাছ থেকে পূর্বের পাওনা পাঁচ’শ টাকা চান। তখন জাকিরুল আসামি জাহাঙ্গীরকে আগে দোকানের পাওনা টাকা পরিশোধ করতে বলেন। কিন্তু জাহাঙ্গীর টাকা না দিয়ে ওইদিন রাত ৮টায় জাকিরুলকে মুদি দোকান থেকে টেনে বের করে এলোপাথারী ভাবে লাঠি দিয়ে মারতে থাকে। জাকিরুল অজ্ঞান হলে আসামি জাহাঙ্গীর পালিয়ে যায়। পরে স্থানীয়রা জাকিরুলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ধুনট উপজেলার সোনাহাটা বাজারে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে গত বছরের ১১ ডিসেম্বর ধুনট থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পরেই পুলিশের পাশাপাশি র‌্যাব আসামিকে ধরতে নজরদারি শুরু করে। পরে গত শনিবার র‌্যাব-১২ বগুড়া এবং র‌্যাব-৪ এর যৌথ অভিযানে ঢাকার আশুলিয়ার শ্রীপুর এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি জাহাঙ্গীরকে আটক করা হয়। আটককৃত আসামি দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে ধুনট থানায় হস্তান্তর করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি