শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বাড়িতে অস্ত্র পাওয়ায় ১৪ বছরের কারাদণ্ড যুবকের


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৭.২০২৩

ডেস্ক রিপোর্ট:

লক্ষ্মীপুরের রামগঞ্জে অস্ত্র মামলায় মানিক মিয়া ওরফে কালু মানিক (৪৬) নামে এক ব্যক্তির ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম আসামির অনুপস্থিতিতে এ রায় দেন। আদালতের সরকারি কৌঁসুলি জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত মানিক জেলার রামগঞ্জ উপজেলার উত্তর ফতেহপুর গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ঢাকাসহ দেশের বিভিন্ন থানায় আরও ৮টি মামলা রয়েছে।

আদালত ও মামলার এজাহার সূত্রে জানা যায়, রামগঞ্জ থানা পুলিশ অস্ত্র মামলায় মানিক মিয়াকে গ্রেপ্তার করে। তাকে জিজ্ঞাসাবাদে তার কাছে অস্ত্র থাকার কথা স্বীকার করেন তিনি। ২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি রাতে পুলিশ তাকে নিয়ে চন্ডিপুর ইউনিয়নের ফতেহপুর গ্রামে তার বাড়িতে অভিযান চালায়। এ সময় তার বাড়িতে থাকা একটি বস্তার ভেতর থেকে একটি দেশীয় তৈরি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় রামগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সৈয়দ দেলোয়ার হোসেন বাদী হয়ে থানায় অস্ত্র আইনে মানিক মিয়ার বিরুদ্ধে মামলা করেন।

অস্ত্র মামলাটি তদন্ত করে ২০২২ সালের ২৩ মার্চ আদালতে প্রতিবেদন দেন রামগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. তাজুল ইসলাম। এতে আসামি মানিক মিয়াকে অভিযুক্ত করা হয়। আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আজ এ রায় দেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি