শনিবার,৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কুবিতে ভর্তির প্রথম ধাপ শেষে আসন ফাঁকা ১৮১ টি


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৭.২০২৩

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) তিন ইউনিটে মোট আসন সংখ্যা এক হাজার ৪০টি। যেখানে প্রথম ধাপে ভর্তি হয়েছে ৮৫৯ জন শিক্ষার্থী। এতে মোট আসন ফাঁকা রয়েছে ১৮১টি।

শুক্রবার (২৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ডিন এবং বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল কমিটির প্রধান ড. মাহমুদুল হাছান বিষয়টি নিশ্চিত করেছেন।

ড. মাহমুদুল হাছান বলেন, গুচ্ছের প্রথম ধাপের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এতে ৮৫৯জন শিক্ষার্থী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে তাদের ভর্তি সম্পন্ন করেছে।
তবে কোন ইউনিটে (বিজ্ঞান, ব্যবসা, মানবিক) কতজন ভর্তি হয়েছেন সে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

ভর্তি প্রক্রিয়ার পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপে ২২ থেকে থেকে ২৫ জুলাই, দ্বিতীয় ধাপে ২৮ থেকে ৩০ জুলাই এবং তৃতীয় ধাপে ৩ থেকে ৫ আগস্ট ভর্তি নেয়া হবে। ১৬ আগষ্ট থেকে নতুন শিক্ষাবর্ষে পাঠদান শুরুর পরিকল্পনা আছে গুচ্ছ ভর্তি কমিটির।

উল্লেখ্য, গুচ্ছভুক্ত দেশের ২২টি বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রথম মেরিট লিস্টের ভর্তি গত ২২জুলাই শুরু হয়ে ২৬ জুলাই পর্যন্ত চলে। নির্ধারিত সময়ে প্রতিটি ইউনিটে অনলাইনে টাকা জমা দিয়ে প্রাথমিকভাবে ভর্তি হওয়া শিক্ষার্থীরা সংশ্লিষ্ট অনুষদের ডীন অফিসে প্রাপ্তিস্বীকারপত্র প্রদর্শনপূর্বক সংশ্লিষ্ট কাগজপত্র জমা দিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করেন। এবছর গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি কার্যক্রম তিন ধাপেই শেষ করার পরিকল্পনা রয়েছে ভর্তি পরীক্ষা কমিটির।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি