বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বান্দরবানে পাহাড় ধস, থানচির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৮.২০২৩

ডেস্ক রিপোর্টঃ

বান্দরবানে দুদিনের টানা বৃষ্টির কারণে সড়কে পাহাড় ধসে রাস্তার ওপর বিশাল আকৃতির পাথর পড়ে বান্দরবান সঙ্গে থানচির যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

শুক্রবার (৪ আগস্ট) সকালে বান্দরবান থানচি সড়ক পথের নীলগিরি ও জীবননগরের মধ্যবর্তী স্থানে পাহাড় ধসের পর যোগাযোগ বিছিন্ন হয়।

স্থানীয়দের বরাত দিয়ে থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল মনসুর জানান, নীলগিরি জীবননগরের মাঝামাঝি রাস্তার ওপর পাহাড় ধসে অনেক বড় বড় পাথর সড়কের ওপর এসে পড়েছে। এতে সকাল থেকে থানচির সঙ্গে বান্দরবানের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। তবে এই ঘটনার পর পরই থানচি থেকে ফায়ার সার্ভিসের একটি দল সড়কের ওপর থাকা পাথরগুলো সরাতে কাজ শুরু করে। কিন্তু এতো বড় পাথর সরানোর যন্ত্রপাতি না থাকায় থানচি ফায়ার সার্ভিস ব্যর্থ হলে দুপুরের দিকে সেনাবাহিনীর ১৬ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ঘটনাস্থলে গিয়ে পাথর সরানোর কাজ শুরু করে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি