শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কুবিতে দ্বিতীয় মেধাতালিকা শেষে ভর্তি ৯৬১ জন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৮.২০২৩

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক ও বিবিএ প্রথম বর্ষে দ্বিতীয় মেধাতালিকার ভর্তি ইতোমধ্যে শেষ হয়েছে। চলতি শিক্ষাবর্ষে মোট ৯৬১ জন শিক্ষার্থী দ্বিতীয় মেধাতালিকা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন।

রবিবার (৬ আগষ্ট) বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ডিন এবং বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল কমিটির প্রধান ড. মাহমুদুল হাছান বিষয়টি নিশ্চিত করেছেন।

ড. মাহমুদুল হাছান বলেন, গুচ্ছের দ্বিতীয় ধাপের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এতে ৯৬১ জন শিক্ষার্থী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে তাদের ভর্তি সম্পন্ন করেছে। আগামী ৯ তারিখ ৩য় ধাপের ভর্তি প্রক্রিয়া শুরু হবে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, ব্যবসা, মানবিক ইউনিট মিলিয়ে মোট ১০৩০টি আসন রয়েছে। দ্বিতীয় ভর্তির ধাপে ৯৬১টি আসনে শিক্ষার্থী ভর্তি হয়েছে। অর্থাৎ আরও ৬৯টি আসন ফাঁকা রয়েছে। তবে কোন ইউনিটে (বিজ্ঞান, ব্যবসা, মানবিক) কতজন ভর্তি হয়েছেন সে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

শূন্য আসনে ভর্তি প্রক্রিয়ার বিষয়ে জিজ্ঞেস করলে ড. মাহমুদুল হাসান বলেন, এটি গুচ্ছের কেন্দ্রীয় কমিটি থেকে প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন করা হবে। ভর্তির জন্য শিক্ষার্থীরা প্রথমেই যে পছন্দের তালিকা দিয়েছে সে অনুযায়ী তালিকার উপরের দিকে উঠবে। কোনো শিক্ষার্থী যদি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপরে অন্যকোনো বিশ্ববিদ্যালয় দেওয়া থাকে তাহলে মাইগ্রেশানে তার সে বিশ্ববিদ্যালয়ের পছন্দের যে বিষয় থাকবে সেটি পাবারও সম্ভাবনা আছে। আবার অন্যকোনো বিশ্ববিদ্যালয়ের কেউও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোনো বিষয় পাবার সম্ভাবনা আছে।

উল্লেখ্য, গুচ্ছভুক্ত দেশের ২২টি বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রথম মেরিট লিস্টের ভর্তি গত ২২জুলাই শুরু হয়ে ২৬ জুলাই পর্যন্ত চলে। এতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৮৫৯ জন শিক্ষার্থী ভর্তি হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি