বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ইমরান খানের সঙ্গে কারাগারে সাক্ষাতের অনুমতি পেলেন তার আইনজীবীরা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৮.২০২৩

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানের অ্যাটক কারাগারে বন্দি দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। শনিবার গ্রেফতারের পর তার সঙ্গে সাক্ষাতের অনুমতি পাননি তার আইনজীবীরা। তবে এবার সেই বহুল আকাঙ্ক্ষিত অনুমতি দেওয়া হলো ইমরান খানের আইনজীবীদের।

সোমবার দুপুরে ইমরানের সঙ্গে তাদের সাক্ষাতের অনুমতি দেওয়া হয়। পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রীর একজন আইনজীবী এ তথ্য জানিয়েছেন।

তোশাখানা (রাষ্ট্রীয় উপহার বিক্রি) দুর্নীতি মামলায় তিন বছরের সাজা হওয়ার পর শনিবার ইমরান খানকে লাহোরের বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

সোমবার ইমরানের আইনজীবী নাঈম পানঝুতা বলেন, ‘দুপুর সাড়ে ১২টায় ইমরান খানের সঙ্গে দেখা করার জন্য কারা কর্তৃপক্ষ আমাদের অনুমতি দিয়েছে। আমরা অ্যাটক জেলে পৌঁছে গেছি।’

নাঈম আরও বলেছেন, ইমরান খানের সঙ্গে প্রয়োজনীয় কাজগুলো শেষ করার পর রায়ের বিরুদ্ধে আপিল আবেদন জমা দেওয়া হবে।

এর আগে ইসলামাবাদে নাঈম সাংবাদিকদের বলেন, ইমরান খানকে কারাগারে অপেক্ষাকৃত ভালো পরিবেশে রাখার জন্য আইনজীবী দলের পক্ষ থেকে কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হবে।

নাঈমের দাবি, কারাগারে ইমরান খানের এ ক্লাস সেল পাওয়ার অধিকার রয়েছে। কারণ কারাগারে রাজনৈতিক বন্দিদের টেলিভিশন, সংবাদপত্র এবং বইসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হয়। অথচ ইমরানকে সি ক্লাস সেলে রাখা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি