রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বলিউডের কোন নায়িকার বিয়ের সাজ বেশি সুন্দর ছিল!


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৮.২০২৩

বিনোদন ডেস্ক:

বলিউড তারকার বিয়ে মানেই নানা জল্পনা-কল্পনার সমাহার। প্রথমে প্রেমের গুঞ্জন কখনো বা বিয়ের। গুঞ্জনের নানা ধাপ পেরিয়ে নির্ধারিত হয় বিয়ের দিনক্ষণ। আর সেই বিয়েতে পোশাক-সাজ কেমন হবে তা নিয়েও চলে বিশাল আয়োজন।

চলুন তাহলে জেনে নেওয়া যাক বলিউডের জনপ্রিয় কিছু তারকার বিয়ের সাজ-পোশাক সর্ম্পকে। বিয়ে মানেই যেন প্রতিটি মানুষের জীবনের এক বিশেষ অধ্যায়ের সূচনা। আর সেটা যদি হয় কোন তারকার বিয়ে তাহলেতো ভক্তদের উন্মাদনার কোন কূলকিনারাই থাকে না।

বলিউডের শীর্ষস্থানীয় নায়িকাদের মধ্যে সবচেয়ে বেশি ধুমধাম করে বিয়ে করা নায়িকার মধ্যে অন্যতম কিয়ারা আদবাণী, দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ, অনুশকার শর্মাসহ আরও অনেকেই।

বিয়ের আসরে কিয়ারা পড়েছিলেন ভারতের জনপ্রিয় ডিজাইনার মণীশ মালহোত্রার ডিজাইন করা লেহেঙ্গা। তার লেহেঙ্গার রং ছিল গোলাপি। শুধু তাই নয় তার সাথে মিলিয়ে পোশাক পড়েছিলেন তার স্বামী বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রাও।

নেটদুনিয়া অন্যতম সুন্দরী করে বলে বেশ খ্যাতি পেয়েছিলেন দীপিকা পাড়ুকোন। এ নায়িকা তার বিয়েতে পড়েছিলেন সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা লাল রঙের লেহেঙ্গা।

শুধু দীপিকাই নয় বলিউডের আরেক জনপ্রিয় তারকা ক্যাটরিনা কাইফও তার বিয়েতে সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা লেহেঙ্গা পড়েছিলেন। তার অসাধারণ সেই লেহেঙ্গার দাম ছিল ১৭ লাখ রূপি। শুধু তাই নয়, বিয়ের দিন ক্যাট পড়েছিলেন ২২ ক্যারেটের হিরার গহনা। তার এই বিশেষ দিনকে আরও স্পেশাল করেছিল স্বামী ভিকি কৌশলের উপহার দেওয়া নীল হিরার আংটি।

বিয়ের সাজ-পোশাক নির্বাচনে কোনো কমতি রাখেননি বলিউডের জনপ্রিয় অভিনেত্রী অনুষ্কার শর্মাও। তিনিও পড়েছিলেন সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা লেহেঙ্গা। ব্লাশ পিঙ্ক রংয়ের সিল্কের সেই লেহেঙ্গার ওপর মুক্তা আর পুতি দিয়ে সূচিশিল্পের কারুকাজে ফুটিয়ে তোলা ফুল, পাখি, প্রজাপতির নকশা ছিল চোখে পড়ার মতন।

লেহেঙ্গার সঙ্গে ছিল অপূর্ব আনকাট হিরে, মুক্তো আর গোলাপি স্পাইনেলের ট্রেডিশনাল নকশার জড়োয়া। খোঁপায় ছিল টাস্কানির বিখ্যাত হাইড্র্যানজিয়া ফুল। এদিন বিরাট কোহলি পরেছিলেন সব্যসাচীর এমব্রয়ডারি করা আইভরি শেরওয়ানি৷



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি