রবিবার,৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


টাকা নিয়ে দ্বন্দ্বে বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০৮.২০২৩


ডেস্ক রিপোর্ট:

রাজশাহীর বাঘা উপজেলায় ধারালো হাসুয়া দিয়ে বাবাকে খুনের দায়ে ছেলে শুকুর আলী পাকাকে (৪৫) আটক করেছে পুলিশ।

বুধবার ভোরে সীমান্ত এলাকা মীরগঞ্জ বাজার থেকে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে বিকেলে আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

বাবাকে নির্মমভাবে কুপিয়ে হত্যার পর বাড়ি থেকে পালিয়েছিলেন শুকুর আলী পাকা। এ ঘটনায় নিহতের অপর ছেলে নজরুল ইসলাম বাদী হয়ে মঙ্গলবার বাঘা থানায় হত্যা মামলা করেন।

নিহত রুস্তম আলী পাকা (৭০) বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মীরগঞ্জের হরিরামপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, শুকুর আলী পাকা তার বাবার কাছে গাছ বিক্রি করে টাকা নিতে চাচ্ছিলেন। কিন্তু রুস্তম আলী গাছ বিক্রি করে টাকা দিতে রাজি হননি। এ নিয়ে সোমবার রাতে বাবা-ছেলের মধ্যে বাকবিতণ্ড হয়। এর সূত্র ধরে মঙ্গলবার ভোরে রুস্তম আলী পাকাকে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করে ছেলে শুকুর আলী পাকা। এরপর শুকুর আলী পাকা বাড়ি ছেড়ে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তা রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

এ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা রাজশাহীর বাঘা থানার উপ-পরিদর্শক সাইদুল ইসলাম জানান, নিহতের অপর ছেলে নজরুল ইসলাম বাদী হয়ে হত্যা মামলা করেছেন। এ মামলায় শুকুর আলী পাকাকে আটক করা হয়েছে। পুলিশি জিজ্ঞাসাবাদে তিনি তার বাবাকে হত্যার কথা স্বীকার করেছেন। তাই আজ আদালতের মাধ্যমে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। পরে আদালতে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করা হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি