রবিবার,৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


সাঙ্গু নদীতে ভেসে আসছে একের পর এক লাশ, এখন পর্যন্ত ৪৯ মরদেহ উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৮.২০২৩

ডেস্ক রিপোর্টঃ

দক্ষিণ চট্টগ্রামে বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে সাঙ্গু নদীতে ভেসে আসছে একের পর এক লাশ। শুক্রবার সকাল থেকে দুই ঘণ্টার ব্যবধানে সাঙ্গু নদীর সাতকানিয়া ও আনোয়ারা অংশ থেকে দুই শিশুসহ ৩ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও স্থানীয়রা।

স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, চলমান বন্যায় এখন পর্যন্ত চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি ও বান্দরবানে ৪৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে চট্টগ্রামে ১৮ জন, কক্সবাজারে ২০, রাঙ্গামাটিতে ৩ ও বান্দরবানে ৮ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল থেকে দুই ঘণ্টার ব্যবধানে সাঙ্গু নদীর সাতকানিয়া ও আনোয়ারা অংশ থেকে দুই শিশুসহ ৩ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও স্থানীয়রা। এ নিয়ে চট্টগ্রামে বন্যায় ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ আছেন ১০ জনের বেশি।

সাতকানিয়া চরতী ইউনিয়নের মো. রুহুল্লাহ চৌধুরী বলেন, “শুক্রবার সকাল ৮টার দিকে সাঙ্গু নদীর ব্রাহ্মণডেঙ্গা এলাকা থেকে ৭-৮ বছরের একজন ছেলে শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহটি উদ্ধার কাজ শেষ করে ফেরার সময় চালগাঁও এলাকায় আরেকটি কন্যা শিশুর মরদেহের খবর মিলেছে। এর আগে বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণডেঙ্গা থেকে আরও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছিল। এ নিয়ে শুধু চরতি ইউনিয়নেই ছয়জনের মৃত্যু হয়েছে, নিখোঁজও আছে অনেকে।”

এদিকে সকাল ১০টার দিকে আনোয়ারা উপজেলার ১ নম্বর জুইদন্ডী এলাকায় সাঙ্গু নদী থেকে অজ্ঞাত এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আনোয়ারা থানার ওসি সোহেল আহমদ বলেন, “স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে একটি অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ দেখে মনে হচ্ছে দুই থেকে তিনদিন আগে মানুষটির মৃত্যু হয়েছে।”

এর আগে বৃহস্পতিবার সকালে সাঙ্গু নদীর চন্দনাইশের দোহাজারী রেলওয়ে নতুন সেতুর নিচে থেকে আবু সৈয়দ (৮৩) ও মো. আনাস (১০) নামে দুইজনের মরদেহ উদ্ধার করে এলাকাবাসী। মঙ্গলবার বন্যার পানিতে তারা দুজন নিখোঁজ হন। একইদিন সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছন থেকে মোহাম্মদ ইদ্রিস নামে একজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

চট্টগ্রামের ১৫টি উপজেলার মধ্যে দক্ষিণের সাতকানিয়া, বাঁশখালী, পটিয়া ও আনোয়ারা এবং উত্তরের রাউজান, রাঙ্গুনিয়া, সীতাকুণ্ড, মীরসরাই, হাটহাজারী ও ফটিকছড়ির পানিতে তলিয়ে যাওয়া এলাকার পরিমাণ বেশি।

এদিকে কক্সবাজার জেলা প্রশাসনের দেওয়া তথ্যমতে, বন্যায় এখন পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে চকরিয়ায় ১১, পেকুয়ায় ৬, উখিয়ায় ২ ও রামুতে ১ জনের মৃত্যু হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি