শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


সিরিয়ায় আইএসের হামলায় ২৩ সৈন্য নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৮.২০২৩

আন্তর্জাতিক ডেস্ক:

সংঘাতময় সিরিয়ার পূর্বাঞ্চলে একটি সামরিক বাসে হামলা চালিয়েছে ইসলামিক স্টেট গ্রুপের (আইএস) জিহাদিরা। এতে দেশটির অন্তত ২৩ সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে।

ব্রিটেনভিত্তিক মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, বৃহস্পতিবার আইএস সদস্যরা দিয়ার ইজোর প্রদেশে একটি সামরিক বাস লক্ষ্য করে হামলা চালায়। এতে ২৩ সেনা নিহত ও ১০ জন জন আহত হয়েছে। আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।

এ ছাড়া কয়েক ডজন সিরিয়ান সেনা নিখোঁজ বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।

২০১৯ সালে সিরিয়ায় আইএস তাদের শেষ ভূখণ্ড হারিয়েছে। তবে তা সত্ত্বেও আইএস সিরিয়ার মরুভূমিতে গোপন আস্তানা থেকে হামলা চালিয়েছে যাচ্ছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে আইএসের সদস্যরা দেশটির উত্তর এবং উত্তরপূর্বাঞ্চলে হামলার পরিমাণ অনেক বাড়িয়েছে। চলতি সপ্তাহেই রাকা প্রদেশে আইএসের হামলায় ১০ জন সিরিয়ান সেনা ও সরকারপন্থী যোদ্ধা নিহত হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি