রবিবার,৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লার দেবিদ্বারে মেয়র সাইফুল ইসলাম শামীমের দায়িত্ব গ্রহণ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৮.২০২৩

মোঃ জামাল উদ্দিন দুলালঃ

কুমিল্লার দেবিদ্বার পৌরসভার নির্বাচনে জাফরগঞ্জ মীর আব্দুল গফুর ডিগ্রি কলেজ এর সহকারী অধ্যাপক মোঃ সাইফুল ইসলাম শামীম প্রথম মেয়র নির্বাচিত হওয়ার পর সোমবার (১৪ আগষ্ট) প্রথমবারের মতো মেয়রের দায়িত্ব গ্রহণ করলেন।

ওই দিন পৌর মিলানায়তনে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তিনিসহ ৯ টি ওয়ার্ডের ৯ জন সাধারণ কাউন্সিলর এবং ৩ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানের সভাপতি দেবিদ্বার উপজেলার নিবাহী কমকর্তা ও পৌরসভার পৌর প্রশাসক নিগার সুলতানা’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য রাজি মোহাম্মদ ফখরুল এমপি।

বক্তব্য রাখেন দায়িত্বভার নব- নিবাচিত পৌর মেয়র মোঃ সাইফুল ইসলাম শামীম। দেবিদ্বার পৌরসভার কর আদায়কারী মোঃ রাকিবুল ইসলাম এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন দেবিদ্বার পৌরসভার নিবাহী কমকর্তা মোঃ ফখরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবিদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর, দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা কামাল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ছিদ্দিকুর রহমান, কুমিল্লা উত্তর জেলা মহিলা আওয়ামীলীগ সভানেত্রী ও জেলা পরিষদ সদস্য শিরিন সুলতানা, উপজেলা পরিষদ’র মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম, উপজেলা সাবেক মুক্তিযোদ্বা কমান্ডার আব্দুস ছামাদ, আওয়ামীলীগ নেতা প্রকৌশলী মোঃ নুরুল ইসলাম, পৌর আওয়ামীলীগ সহ – সভাপতি মোঃ আবদুল হক খোকন, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগ সভাপতি আবদুল মান্নান মোল্লা, কুমিল্লা উত্তর জেলা সাবেক ছাত্রলীগ সভাপতি মোঃ আবু কাউছার অনিক, পৌরসভার সংরক্ষিত নারী সদস্য মোসাঃ শামীম আক্তার, ৮নং কাউন্সিল মোঃ মজিবুর রহমান, ৩নং ওয়ার্ড কাউন্সিল মোঃ নাইমুল ইসলাম সুমন।

এছাড়াও উপজেলা ও পৌর আওয়ামীলীগের সকল নেতৃবৃন্দ, পৌরসভার বিভিন্ন দায়িত্বে থাকা কর্মকর্তা কর্মচারীবৃন্দ, স্থানীয় সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ১৭ জুলাই দেবিদ্বার পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ওই নির্বাচনে সাইফুল ইসলাম শামীম ১২ হাজার ১৪৯ ভোট পেয়ে জয়লাভ করে প্রথম মেয়র হয়ে দায়িত্বভার গ্রহণ করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি