রবিবার,৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


সিরিয়ায় রুশ বিমান হামলায় নিহত ৮ সেনা নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৮.২০২৩

আন্তর্জাতিক ডেস্ক:

সিরিয়ায় রুশ বিমান হামলায় অন্তত আটজন বিদ্রোহী সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে এই তথ্য জানায় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

সংস্থাটির প্রধান রামি আবদেল রহমান জানান, সিরিয়ার ইদলিব শহরের পশ্চিমাঞ্চলে রুশ যুদ্ধবিমান হামলা চালায়। এই হামলায় অন্তত আটজন যোদ্ধা প্রাণ হারিয়েছেন। কয়েকজনকে আহত অবস্থায় পাওয়া গেছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ইদলিবের বড় অংশ নিয়ন্ত্রণ করে জিহাদি গোষ্ঠী এইচটিএস। লাতাকিয়া, হামা ও আলেপ্পো প্রদেশের কিছু অংশও তাদের দখলে। এএফপির এক সাংবাদিক জানান, হামলার পর জিহাদি ওই গোষ্ঠীটি এলাকা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

২০১১ সালে সিরিয়ায় ক্ষমতাসীন বাশার আল আসাদ সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করে জনগণ। শান্তিপূর্ণ ওই আন্দোলনে ও দমন-পীড়ন চালায় আসাদ সরকার। একটা সময় দুই পক্ষের সংঘাত রুপ নেয় সশস্ত্র সংঘর্ষে। পরবর্তীদের বিদেশি গ্রুপ ও জিহাদি গোষ্ঠীগুলোও এই গৃহযুদ্ধে যোগ দেয়।

দামস্কের গুরুত্বপূর্ণ সহযোগী মস্কে। ২০১৫ সাল থেকে আসাদ সরকারের সহায়তায় সেখানে অভিযান পরিচালনা করছে রাশিয়া। বিগত বছরগুলোতে প্রায়ই বিদ্রোহী অধ্যুষিত ইদলিবে হামলা চালিয়েছে রাশিয়া।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর তথ্য অনুযায়ী, গত ৫ আগস্ট রুশ বিমান হামলায় ইদলিবের ৫ জন বেসামরিক প্রাণ হারান। তাদের তিনজন একই পরিবারের। এর আগে ২৫ জুন রুশ বিমান হামলায় ৯ বেসামরিকসহ নিহত হয়েছিলেন ১৪ জন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি