বুধবার,১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


শেখ হাসিনা ক্ষমতায় থাকলে মানুষ ভোট দিতে পারবে না: রিজভী


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৮.২০২৩

ডেস্ক রিপোর্ট:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আজ কেন শেখ হাসিনার পদত্যাগ জরুরী? আজকে কেন নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা জরুরী? এই জন্যই জরুরী যে, বাংলাদেশের মানুষ যদি ভোট দিতে চায় তাহলে শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে দেওয়া যাবে না। কারণ বাংলাদেশ থেকে নীতি, নৈতিকতা, সত্য ও সত্যবাদিতা সব তুলে দিয়েছে শেখ হাসিনা। এক অরজগতার দেশ, এক মিথ্যাচারের দেশ, এক গুম-খুনের দেশ, এক অপহরণের দেশে পরিণত করেছে শেখ হাসিনা।’

রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ শুক্রবার বিকেলে মহানগর দক্ষিণ শাখার পক্ষ থেকে আয়োজিত কালো পতাকা মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘আজকে ওবায়দুল কাদের সাহেব বলেন যে- বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশিদের এতো মাথা ব্যথা কেন? ৯১ সালে শেখ হাসিনা বিভিন্ন দূতাবাস এবং দাতা সংস্থাকে বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করার জন্য চিঠি দিয়েছিলেন। ২০০১ থেকে ২০০৬ কে ক্ষমতায় ছিল? বিএনপির নেতৃত্বাধীন সরকার। সেই সময় ৫০ জন কূটনীতিকের কাছে ৫৫ দফা দাবি দিয়েছিলেন কে? এই আওয়ামী লীগ, এই মিথ্যাবাদী প্রধানমন্ত্রী। আর আজকে বলেন- বিদেশিরা বাংলাদেশের অভ্যন্তরে এতো মাথা ঘামায় কেন?’

তিনি বলেন, ‘বিএনপি যখন ক্ষমতায় আপনারা তখন চিঠি দিয়ে দফায় দফায় দেখা করেছেন। দেখা করে বলেছেন, হস্তক্ষেপ করার জন্য। তখন মনে ছিল না?’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি