শনিবার,৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


জি-২০ সম্মেলনে ১৫টি দ্বিপক্ষীয় বৈঠক করবেন নরেন্দ্র মোদি


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৯.২০২৩

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতে অনুষ্ঠিতব্য জি-২০ সম্মেলন ১৫টি দ্বিপক্ষীয় সাইডলাইন বৈঠক করবেন স্বাগতিক দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁও রয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে বৈঠকের মাধ্যমে শুরু হবে এসব দ্বিপক্ষীয় আলোচনা। দুটি আলোচনাই হবে মোদির সরকারি বাসভবনে।

শনিবার (৯ সেপ্টেম্বর) সকাল থেকে শুরু হচ্ছে জি-২০ দেশগুলোর শীর্ষ সম্মেলন। বাংলাদেশ ওই গোষ্ঠীর সদস্য নয়। কিন্তু ভারত জি-২০ গোষ্ঠীর সভাপতিত্ব পাওয়ার পরই মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছে। সম্মেলন শুরুর দিন অংশ নেওয়ার পাশাপাশি, যুক্তরাজ্য, জাপান, জার্মানি ও ইতালির নেতার সঙ্গে বৈঠক করবেন মোদি।

রোববার সম্মেলনের দ্বিতীয় দিনে বৈঠক করবেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর সঙ্গে। এরপর ১১ সেপ্টেম্বর সোমবার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে মোদির। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন মোদি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি