ডেস্ক রিপোর্ট:
রাজধানীর মোহাম্মদপুরে প্রকাশ্যে এক যুবকের হাতের কব্জি বিচ্ছিন্নের পর ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় সাতজন গ্রেফতার হয়েছে।
শুক্রবার রাজধানী ও বাগেরহাটে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শনিবার র্যাবের পক্ষ থেকে এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়।
গ্রেফতার সাতজনের মধ্যে তিনজনের পরিচয় প্রকাশ করেছে র্যাব। তারা হলেন- রাফাত, তুষার ও আহমেদ।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান জানান, সম্প্রতি মোহাম্মদপুরে আরমান নামের এক যুবকের ওপর হামলার পর তার হাতের কব্জি বিচ্ছিন্ন করে সন্ত্রাসীরা। কব্জি বিচ্ছিন্নের ভিডিও ধারণ করে তারা ফেসবুকে ভাইরাল করে। এ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে সাতজনকে গ্রেফতার করা হয়েছে।
লোমহর্ষক ঘটনা নিয়ে সিসিটিভির একটি ভিডিও গণমাধ্যমকে পাঠিয়েছে র্যাব। এতে দেখা যায়, প্রকাশ্যে এক ব্যক্তিকে ধারালো চাপাতি দিয়ে দুজন মিলে কোপাচ্ছে। পরে তারা চলে যায়।
এ ঘটনার বিস্তারিত জানাতে আজ সংবাদ সম্মেলন করার কথা রয়েছে র্যাবের।