শনিবার,৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


জি২০ উদ্বোধনীতে ‘ভারত’ লেখা প্ল্যাকার্ড ব্যবহার করেছেন মোদি


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০৯.২০২৩

আন্তর্জাতিক ডেস্ক:

জি-২০ শীর্ষ সম্মেলনে উদ্বোধনী বক্তব্য দিচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

জি-২০’র ১৮তম শীর্ষ সম্মেলন চলছে ভারতের রাজধানী দিল্লিতে। শনিবার বাংলাদেশ সময় বেলা ১১টার দিকে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আনুষ্ঠানিকভাবে

সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন। এ সময় তার সামনে ‘ভারত’ লেখা প্লেকার্ড দেখা গেছে।
সম্মেলনে অংশগ্রহণকারী প্রতিটা প্রতিনিধির সামনে তাদের দেশের নাম লেখা থাকে। এক্ষেত্রে মোদীর সামনে ইন্ডিয়ার পরিবর্তে ভারত লেখা ছিল।

বর্তমানে দেশটিতে সরকার ‘ভারত’ দিয়ে ইন্ডিয়া নামকে পরিবর্তন/প্রতিস্থাপন করার পরিকল্পনা করছে যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। কেননা জি-২০ প্রতিনিধিদের পাঠানো আমন্ত্রণ পত্রে লেখা ছিল প্রেসিডেন্ট অব ভারত। পূর্বে লেখা থাকতো প্রেসিডেন্ট অব ইন্ডিয়া।

তবে এটি প্রথমবার নয় যে সরকারি কোনও নথিতে বা পত্রে ভারত ব্যবহার করা হয়েছে। সম্প্রতি, দক্ষিণ আফ্রিকা এবং গ্রিস সফরের সময় প্রধানমন্ত্রী মোদী ‘ভারতের প্রধানমন্ত্রী’ শব্দ ব্যবহার করেছিলেন।

ক্ষমতাসীন বিজেপি প্রাচীন হিন্দি নামের সাংস্কৃতিক শিকড় উল্লেখ করে ভারত ব্যবহারে উল্লাস প্রকাশ করেছে। কিছু নেতা দাবি করেছেন ইংরেজি নাম ‘ইন্ডিয়া’ একটি ঔপনিবেশিক উত্তরাধিকার।

দলটি অবশ্য ‘ভারত বনাম ইন্ডিয়া’ বিতর্কে যাওয়া এড়িয়ে গেছে। তবে নেতারা বলছেন সংবিধান অনুযায়ী দেশের জন্য উভয় নামই ব্যবহার করা যাবে।

১০ সেপ্টেম্বর শেষ হবে এই শীর্ষ সম্মেলন। এরপর জি-২০ জোটের প্রেসিডেন্সি ব্রাজিলের কাছে হস্তান্তর করবেন নরেন্দ্র মোদী। ১ ডিসেম্বর থেকে ব্রাজিলের জন্য তা কার্যকর হবে। আগামী ১৯তম শীর্ষ সম্মেলন আয়োজন করবে রিও ডি জেনেরিও।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি