শনিবার,৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


সুদানের খোলা মার্কেটে ড্রোন হামলায় নিহত ৪৩


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৯.২০২৩

আন্তর্জাতিক ডেস্ক:

আফ্রিকার দেশ সুদানের রাজধানী খার্তুমের একটি খোলা মার্কেটে ড্রোন হামলায় কমপক্ষে ৪৩ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন অন্তত ৫৫ জন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে ডেইলি সাবাহ জানিয়েছে, রোববার সকাল সোয়া ৭টার দিকে কুরো মার্কেট এলাকায় এই ড্রোন হামলা চালানো হয়।

তুর্কি সংবাদমাধ্যমটি বলছে, সুদানের সেনাবাহিনী এবং র্যা পিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) আধাসামরিক গোষ্ঠীর মধ্যে দেশটির রাজধানীতে প্রচণ্ড লড়াইয়ের মধ্যেই এই হামলার ঘটনা ঘটেছে।

সুদানের লোকাল অ্যাসিসটেন্ট কমিটি হামলার জন্য দেশটির বিমানবাহিনীকে দায়ী করেছে। সেই সঙ্গে নিহতের সংখ্যা ৪০ জন বলে দাবি করেছে তারা।

এক বিবৃতিতে লোকাল অ্যাসিসটেন্ট কমিটি বলেছে, সকাল ৭টা ১৫ মিনিটে সামরিক বিমান থেকে কুরো মার্কেট এলাকায় হামলা চালানো হয়। এতে ৪০ জন প্রাণ হারিয়েছে।

অপরদিকে ইমার্জেন্সি রুম অ্যাক্টিভিস্ট নামক গ্রুপও ড্রোন হামলায় নিহতের সংখ্যা ৪০ জন বলে উল্লেখ করেছে।

সুদানি ডাক্তাদের সিন্ডিকেট একটি বিবৃতিতে বলেছে, দক্ষিণ খার্তুমের মায়ো পাড়ায় একটি খোলা বাজারে হামলা হয়েছে। এতে কমপক্ষে ৫৫ জন আহত হয়েছেন।

এই বিমান হামলার পেছনে কারা ছিল তা এখনও স্পষ্ট নয়। তবে আরএসএফ হামলার জন্য সুদানের সেনাবাহিনীকে অভিযুক্ত করেছে।

কিন্তু সুদানের সেনাবাহিনী এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। এ ধরনের দাবিকে তারা বিভ্রান্তিকর ও মিথ্যা বলে অভিহিত করেছে।

গত এপ্রিলে সুদানের সেনাপ্রধান আব্দেল ফাত্তাহ আল-বুরহান এবং আধা-সামরিক বাহিনী আরএসএফ প্রধান মোহাম্মদ হামদান দাগলোর মতপার্থক্য দেখা দেয়। এর পরই দুই বাহিনী রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এখন পর্যন্ত সাড়ে ৭ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি