বুধবার,১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » বিনোদন » প্রতিমাসে পাঁচজনকে তাবলিগে পাঠাবেন ‘ব্যাচেলর পয়েন্ট’র কাবিলা


প্রতিমাসে পাঁচজনকে তাবলিগে পাঠাবেন ‘ব্যাচেলর পয়েন্ট’র কাবিলা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৯.২০২৩

বিনোদন ডেস্ক:

‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। ক’দিন আগেই এই অভিনেতাকে তাবলিগ জামাতে সময় দিতে দেখা গেছে। সেসময় তিনি জানান, সুযোগ পেলেই তাবলিগ জামাতে ছুটে যান। এবার জানালেন, প্রতিমাসে ৫ জনকে তাবলিগে পাঠাবেন তিনি।

সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে এমন সিদ্ধান্তের কথা জানালেন পলাশ।

তার কথায়, ‘আমার আগে থেকেই নিয়ত ছিল বাবা হওয়ার পর তাবলিগে যাব। আল্লাহ আমাকে কবুল করছেন, তাই যেতে পেরেছি। এজন্য আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া জানাই।’

পলাশ আরও বলেন, ‘আমি নোয়াখালীর সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। পরিবারে তাবলিগের ঐতিহ্য আছে। সুযোগ পেলে আমিও নিজের মতো করে যাই। আমি এবার যেখানে ছিলাম, সেই এলাকায় মানুষজন ভোরে নামাজের পরেও দেখি মসজিদের সামনে ভিড় করেছেন। এই প্রাপ্তি আসলে একজন মানুষ হিসেবে শান্তির। এতে করে আমি আরও অনুপ্রেরণা পেয়েছি। এজন্য ঠিক করেছি আমার ডাকবাক্স ফাউন্ডেশনের শতাধিক ভলেন্টিয়ার থেকে প্রতিমাসে ৫ জনকে তাবলিগে পাঠাব।’

উল্লেখ্য, সর্বশেষ ঈদুল আজহার দুটি নাটকে দেখা গেছে পলাশকে। এগুলো হলো- ‘কিডনি’ ও ‘ফিমেল থ্রি’। ঈদের সর্বাধিক সাড়া পাওয়া নাটকের তালিকায় শীর্ষে রয়েছে তার অভিনীত এই নাটক দুটি। ‘ব্যাচেলর পয়েন্ট’র কাবিলা চরিত্রটি তারকাখ্যাতি এনে দিয়েছে তাকে। এছাড়া বর্তমানে অভিনয়ের পাশাপাশি নির্মাণেও ব্যস্ত আছেন পলাশ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি