বৃহস্পতিবার,১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


২৬৩ কোটির আর্থিক কেলেঙ্কারি, ইডির জালে অভিনেত্রী কৃতি


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৯.২০২৩

বিনোদন ডেস্ক:

২৬৩ কোটি টাকার আর্থিক তছরূপে ইডির নজরে এবার ‘বিগ বস’, ‘এমটিভি রোডিজ’ খ্যাত প্রতিযোগী কৃতি ভার্মা। টিডিএস কেলেঙ্কারিতে সম্প্রতি চার্জশিট জমা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । আর সেখানেই নাম রয়েছে কৃতির।হিন্দুস্থান টাইমস, আনন্দবাজার, জিনিউজসহ ভারতের একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মাসখানেক ধরেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর নজরে ছিলেন অভিনেত্রী কৃতী ভার্মা। এবার ২৬৩ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারিতে নাম জড়াল তার। মঙ্গলবার ইডির চার্জশিটে অভিনেত্রীর নাম উঠে আসল।

চার্জশিটে মোট ১৪ জনের নাম রয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন প্রাক্তন আয়কর পরিদর্শক তানাজি মণ্ডল অধিকারী। এ ছাড়া অভিনেত্রী কৃতি ভার্মা ছাড়া আরও নাম রয়েছে তার প্রাক্তন প্রেমিক ভূষণ পাটিল, রাজেশ শেট্টিসহ আরও বেশ কয়েকজনের।

প্রতিবেদনে বলা হয়েছে, ২৬৩ কোটি টাকা তছরূপের মূল চক্রী নাকি আয়কর পরিদর্শক তানাজি। অভিযোগ, কৃতি নিজের ঊর্ধ্বতনের লগইনের অধিকার অপব্যবহার করে তছরূপের টাকা পাঠান প্রেমিক ভূষণ পাটিলের ব্যাংক অ্যাকাউন্টে। তছরূপের এই টাকা ব্যবহার করে গুরুগ্রামে ১.০২ কোটি টাকা মূল্যের সম্পত্তি কিনেছিলেন বলে অভিযোগ।

পরে সেই সম্পত্তি তিনি ১ দশমিক ১৮ কোটি টাকায় বিক্রি করেন। সেই টাকা যায় কৃতির ব্যাংক অ্যাকাউন্টে। অভিযোগ, এই বিপুল পরিমাণ টাকা এদিক-ওদিক করে মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় ফ্ল্যাট কিনে রেখেছেন কৃতি। যদিও গোটা বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে।

উল্লেখ্য, অভিনেত্রী কৃতি ভার্মা ছিলেন প্রাক্তন আয়কর আধিকারিক। তিনি কেন্দ্রীয় সরকারের প্রাক্তন জিএসটি-র ইন্সপেক্টরের পদে ছিলেন। পরে ২০১৮ সালে রোডিজ এক্সট্রিম-এর মাধ্যমে লাইমলাইটে আসেন এবং জিএসটি-আধিকারিকের পদ থেকে ইস্তফা দেন। পরবর্তী সময়ে বিগ বসেও দেখা গিয়েছিল এই অভিনেত্রীকে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি