বুধবার,১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


গলাচিপায় নিজের গলা কেটে যুবকের আত্মহত্যা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৯.২০২৩

ডেস্ক রিপোর্ট:

গলাচিপায় আবুবক্কার (৪৫) নামে এক যুবক বটি দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করেছেন। এছাড়াও আরিফ সরদার (২৩) নামে একজন বিষপানে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার ডাকুয়া ইউনিয়নের আটখালী ও হোগলবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, গলাচিপা উপজেলার বোয়ালিয়া গ্রামের আবুল মুন্সির ছেলে আবুবক্কার আটখালী গ্রামে এক স্বজনের বাড়ি বেড়াতে গিয়ে বৃহস্পতিবার বিকেলে একটি তালাবদ্ধ জনশূণ্য ঘরে গিয়ে মাছ কাটার বটি দিয়ে নিজের গলা কেটে চিৎকার করে। এসময় স্বজনরা গলাচিপ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত সাড়ে সাতটার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

অপর ঘটনায় হোগলবুনিয় গ্রামের রুহুল আমিন সরদারের ছেলে আরিফ সরদার ওই দিন বিকেল সাড়ে পাঁচটার দিকে নিজ বাড়িতে বসে বিষ পান করলে তার বাব-মা গলচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় আরিফ রাত নয়টায় মারা যায়। গলাচিপা থানা পুলিশ দুইজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পঠিয়েছে।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েণ বলেন, ডাকুয়া ইউনিয়নে আবুবক্কার ও আরিফ সরদারের আত্মহত্যার ঘটনায় থানায় দুইটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, বংশগতভাবে দুজনেরই মানসিক সমস্যা ছিল। এর আগেও তারা আত্মহত্যার চেষ্টা করেছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি