বৃহস্পতিবার,১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


কোয়ার্টার ফাইনালে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৯.২০২৩

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বঙ্গবন্ধু কাপ আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৩ এর চলমান দিনের দ্বিতীয় ম্যাচে লোকপ্রশাসন বিভাগকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ।

সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকাল চারটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

ম্যাচ রিপোর্ট সূত্রে জানা যায়, দুই দলের মধ্যে ২৫ মিনিট করে ৫০ মিনিট খেলা হয়েছে। ম্যাচের দ্বিতীয়ার্ধে কাক্ষিত গোলের দেখা পায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ।

খেলা চলাকালীন সময়ে চিকিৎসার দায়িত্বে নিয়োজিত ছিল মেডিকেল সেন্টারের সদস্যরা।

উল্লেখ্য, আগামী ২৬ সেপ্টেম্বর বঙ্গবন্ধু কাপ আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি