শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ইউরো পর্যন্ত জার্মানির কোচ নাগেলসমান


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০৯.২০২৩

স্পোর্টস ডেস্ক:

জাপানের বিপক্ষে ৪-১ গোলে হারার পর জার্মানির কোচের পদ থেকে বরখাস্ত করা হয় হ্যান্সি ফ্লিককে। তার জায়গায় দায়িত্বে এসেছেন বায়ার্ন মিউনিখের সাবেক কোচ জুলিয়ান নাগেলসমান। আগামী ২০২৪ ইউরো পর্যন্ত তার সঙ্গে চুক্তি করা হয়েছে।

কোচের দায়িত্ব পেলে নাগেলসমান এক বিবৃতিতে বলেছেন, ‘আমাদের দেশের মাটিতে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ আছে আমাদের। এটা বিশেষ কিছু। এই চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত আমি।’

জার্মানির ফুটবল ফেডারেশনের পরিচালক রুডি ভোলারও আত্মবিশ্বাসী নাগেলসমানকে নিয়ে। তিনি বলেছেন, ‘জাতীয় দলের কোচ যখন আমরা খোঁজা শুরু করি তখন নাগেলসমানই ছিল আমাদের আকাঙ্খিত ব্যক্তি। তিনি শুধু একজন আদর্শ ফুটবল বিশেষজ্ঞই নন, তিনি সব জায়গায় নিজেকে প্রমাণকরেছেন।

জার্মানির প্রথম বরখাস্ত কোচ ফ্লিক। জাপানের বিপক্ষে বড় ব্যবধানে হারার পর সিদ্ধান্ত আসলেও দায়িত্ব নেওয়ার পর থেকেই ব্যর্থ ফ্লিক। সবশেষ বিশ্বকাপেও গ্রুপপর্ব থেকে বাদ পড়ে ২০১৪ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা।

এদিকে, জার্মানি জাতীয় দলের কোচ হিসেবে দ্বিতীয় সর্বকনিষ্ঠ হিসেবে দায়িত্ব পালন করবেন নাগেলসমান। তার বয়স এখন ৩৬। এর আগে ১৯২৬ সালে মাত্র ৩৪ বছর বয়সে জার্মানির দায়িত্ব নিয়েছিলেন অটো নার্জ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি