সোমবার,১৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » পিটার হাসকে নিজ দেশে ফিরে যেতে বললেন সিদ্দিকী নাজমুল আলম


পিটার হাসকে নিজ দেশে ফিরে যেতে বললেন সিদ্দিকী নাজমুল আলম


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০৯.২০২৩

পিটার হাসকে নিজ দেশে ফিরে যেতে বললেন সিদ্দিকী নাজমুল আলম

ডেস্ক রিপোর্টঃ

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে দেশে ফিরে যেতে বললেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।

বুধবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুকে অ্যাকাউন্ট থেকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।

ফেসবুক পোস্টে নাজমুল আলম লিখেন, ইতিমধ্যে বাংলাদেশে আপনার সীমা অতিক্রম করেছেন। আমরা আপনার কর্মকান্ড নিয়ে গভীরভাবে চিন্তিত। মনে রাখবেন, এখন ১৯৭৫ নয়, এটা ২০২৩।’

তিনি আরও লিখেন, ‘এখন আমাদের লোকজন খুব ঐক্যবদ্ধ এবং আপনার নোংরা এজেন্ডা সম্পর্কে অত্যন্ত সম্মতি প্রদান করছে।’

স্ট্যাটাসের শেষে তিনি যোগ করেন, ‘দয়া করে ইউএসএ (যুক্তরাষ্ট্র) ফিরে যান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি