বিনোদন ডেস্ক:
গত প্রায় এক বছর ধরে ব্যক্তিগত জীবনে একের পর এক ঝড়ের মুখোমুখি হয়েছেন স্প্যানিশ পপ তারকা শাকিরা। ২০২২ সালের মাঝামাঝিতে ফুটবল তারকা জেরার্ড পিকের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা দেন শাকিরা। পিকের পরকীয়ার কারণেই তাদের সম্পর্কে ভাঙন ধরে। পিকের সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘ দিন ধরে অবসাদে ভোগেন শাকিরা। এর মধ্যেই নতুন সমস্যার মুখোমুখি হয়েছেন পপ তারকা। এ বার কর ফাঁকি দেওয়ার অভিযোগে আইনি ঝামেলায় পড়েছেন শাকিরা।
অভিযোগ উঠেছে, প্রায় ৬০ কোটি টাকার কর ফাঁকি দিয়েছেন শাকিরা। পপ তারকার বিরুদ্ধে স্প্যানিশ কর্তৃপক্ষের অভিযোগ, ২০১৮ সালে নাকি এই অঙ্কের টাকা কর হিসাবে দেওয়ার কথা ছিল পপ তারকার। পাঁচ বছর ধরে কর মেটাননি তিনি। শুধু তা-ই নয়, ভুয়া এক সংস্থার নাম ব্যবহার করে নাকি কর ফাঁকি দেওয়ার ছক কষেছিলেন।
তিন বছর আগে একই ধরনের কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছিল শাকিরার বিরুদ্ধে। সেই সময় তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, ২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে নাকি প্রায় ১২৮ কোটি টাকার কর ফাঁকি দিয়েছেন পপ তারকা। সেই আইনি জটিলতা গড়িয়েছিল আদালত পর্যন্ত। স্প্যানিশ আইন অনুযায়ী, বছরের ৩৬৫ দিনের মধ্যে ১৮৩ দিন স্পেনে কাটালে বসবাসকারীদের কর দিতে হয়। কর ফাঁকি দেওয়ার অভিযোগ ওঠার পরে শাকিরা দাবি করেন, তিনি সেই সময় পিকের সঙ্গে সম্পর্কে থাকলেও তত দিন স্পেনে থাকেননি।