রবিবার,৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কুবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের পোস্টারিং


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৯.২০২৩

আতিকুর রহমান তনয়, কুবি :

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (মার্ক্সবাদী) ব্যানারে আয়োজিত ‘পাবলিক বিশ্ববিদ্যালয় কনভেনশন-২০২৩’ এর পোস্টারিং করা হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি)।

শনিবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ঘুরে এসব পোস্টার দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের প্রবেশদ্বারের পাশের দেয়ালে, অ্যাকাডেমিক বিল্ডিংয়ের প্রবেশদ্বারের দুইপাশের পিলারে, বিজ্ঞান অনুষদে যাবার পথের পাশের দেয়ালে সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেয়ালে এই পোস্টারগুলো লাগানো হয়েছে।

এই বিষয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (মার্ক্সবাদী) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ বলেন, ‘আমরা দেশের প্রায় ২৫টি বিশ্ববিদ্যালয়কে নিয়ে এই কনভেনশন আয়োজন করেছি। এর মূল উদ্দেশ্য হলো শিক্ষাকে যে বাণিজ্যিকীকরণ করা হচ্ছে তা বন্ধ করা এবং দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যে সংকটগুলো রয়েছে সেগুলো নিরসন করা। আমরা শুধুই আয়োজক, সংকটটা সকলেরই।’

বর্তমানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কোনো কমিটি নেই। বিশ্ববিদ্যালয়ের ১৫ তম আবর্তনের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মারুফ শেখ নামে একজন শিক্ষার্থীসহ আরও বিশ্ববিদ্যালয়ের সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কয়েকজন সংগঠক মিলে এই পোস্টারিং করছে বলে জানান তিনি।

এই বিষয় রাফিকুজ্জামান ফরিদ বলেন, ‘আমাদের সারা দেশের সকল বিশ্ববিদ্যালয়কে একত্রিত করাই উদ্দেশ্য। সেজন্য আমরা যতটুকু সম্ভব প্রচারণা চালানোর চেষ্টা করছি। তারই অংশ হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আমাদের একজন সংগঠক মারুফ শেখসহ আরও কয়েকজন মিলে প্রচারণা চালিয়ে যাচ্ছে।’

এই বিষয়ে কুবি শিক্ষার্থী এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সংগঠক মারুফ শেখ বলেন, ‘আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংকটগুলো তুলে ধরছি এবং তারই সাথে সংকটগুলো নিরসনের দাবী জানাচ্ছি। তাছাড়া আমরা যদি দেখি বিশ্ববিদ্যালয়ে এখন সামাজিক উদ্দেশ্য পড়ায় না, চারদিকে চলছে মূল্যবোধ ও মনুষ্যত্বের সংকট। এগুলো নিয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ধারাবাহিকভাবে কাজ করছে। তাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়েও আমরা কনভেনশন উপলক্ষে প্রচার-প্রচারণা চালাচ্ছি।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি