রবিবার,৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কুবির মাঠে ফুটবলে সেরা যারা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.১০.২০২৩

আতিকুর রহমান তনয়, কুবি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) বঙ্গবন্ধু কাপ আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা – ২০২৩ জয়ী হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগ।

এ টুর্নামেন্ট সেরা গোলরক্ষক হয়েছেন প্রত্নতত্ত্ব বিভাগের ১৪ তম আর্বতনের মো. আবদুর রহিম মীরহাম, সেরা হয়েছেন রসায়ন বিভাগের ১২ তম আর্বতনের অমিত সরকার, সেরা গোলদাতা হয়েছেন রসায়ন বিভাগের ১৫ তম আর্বতনের আরিফুল ইসলাম রনি।

শিরোপা জয়ে প্রত্নতত্ত্ব বিভাগের সম্পূর্ণ দলের অবদান থাকলেও বড় অবদানের কথা চিন্তা করা হলে সবার আগেই নাম আসবে দলের গোলরক্ষক মো. আবদুর রহিম মীরহামের। তার প্রতিদানই পেলেন তিনি। জিতলেন টুর্নামেন্ট সেরা গোলকিপারের পুরস্কার।

এই শিরোপা অর্জনের অনুভূতি প্রকাশ করে মীরহাম বলেন, “এটা আমার কাছে বিশ্ববিদ্যালয় জীবনে সেরা অর্জন হয়ে থাকবে। আমি আমার দলের সবাইকে প্রথম থেকে বলে এসেছি যে আমরা ইনশাআল্লাহ চ্যাম্পিয়ন হবো। আমার এই কনফিডেন্সেটা আমাকে সেরা গোল কিপার হওয়ার জন্য অনেক সাহস যুগিয়েছে। সর্বশেষ, আজকে সেরা গোলকিপার নির্বাচিত হওয়া এবং প্রত্নতত্ত্ব বিভাগকে সবার কাছে রিপ্রেজেন্ট করতে পেরে নিজেকে সত্যি ভাগ্যবান মনে হচ্ছে।”

এদিকে বিজয় অর্জন না হলেও এই টুর্নামেন্টের সেরা ফুটবলার খেতাব অর্জন করেছেন বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ১২তম আবর্তনের শিক্ষার্থী ও রসায়ন দলের ক্যাপ্টেন অমিত সরকার।

তার এই অর্জনের অনুভূতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘খেলাধুলা মানসিক ও শারিরিক বিকাশের অন্যতম মাধ্যম। আমরা যারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্পোর্টসের সাথে জড়িত, তারা আশা করি ভিসি স্যারের ভিশনকে সফল করার জন্য আন্তঃবিশ্ববিদ্যালয় যেকোন ইভেন্টে চ্যম্পিয়ন ট্রফি উনার হাতে উঠানোর জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো। আমরা আশাবাদী স্যারের হাত ধরে কুমিল্লা বিশ্ববিদ্যালয় স্পোর্টস বহুুদুর এগিয়ে যাবে, বিশ্ববিদ্যালয়ের গৌরব ও সম্মানকে আরও উজ্জ্বল করবে।’

সেরা গোলদাতা অর্জন করেছেন রসায়ন বিভাগের ১৫তম আবর্তনের আরিফুল ইসলাম রনি। জীবনে প্রথমবার সেরা গোলদাতা পুরষ্কারের অধিকারী হওয়ায় উচ্ছাস প্রকাশ করে তিনি বলেন, ‘এটা আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। এই অনুপ্রেরণা থেকে আশা করি ভবিষ্যতে আরও ভালো কিছু করতে পারবো ইনশাআল্লাহ। ধন্যবাদ জানাতে চাই, আমাদের মাননীয় উপাচার্য স্যারকে, যিনি আমাদের জন্য স্পোর্টস কমপ্লেক্স তৈরি করেছেন এবং খেলাধুলার জন্য অবকাঠামোগত আরও উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘শারীরিক শিক্ষা বিভাগের কাছে, একটা আবদার, সামনে আমাদের আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট হবে । সেই প্রেক্ষিতে আমাদের ভালো মানের একটা কোচিং প্যানেলের ব্যবস্থা করলে আমরা আরও ভালো করার আশাবাদী। আশা করি কুমিল্লা বিশ্ববিদ্যালয় খেলাধুলায় অনেক এগিয়ে যাবে।’

এখানেই শেষ নয়, ফাইনাল ম্যাচের ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন বিজয়ী দল প্রত্নতত্ত্ব বিভাগের ১১তম আবর্তনের শিক্ষার্থী সাকিব আল হাসান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি