রবিবার,৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বিশুদ্ধ পানি নিশ্চিতে ট্যাংক বসিয়েছে কুবির দত্ত হল


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.১০.২০২৩

কুবি প্রতিনিধি:

বিশুদ্ধ পানি নিশ্চিত করতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শহীদ ধীরেন্দ্রনাধ দত্ত হলের আবাসিক শিক্ষার্থীদের জন্য নতুন একটি পানির ট্যাংক বসানো হয়েছে। মঙ্গলবার (৩ অক্টোবর) শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মিজানুর রহমান মুঠোফোনে বিষয়টি জানান।

খোঁজ নিয়ে জানা যায়, গত রবিবার (২৫ সেপ্টেম্বর) থেকেই এই ট্যাংক থেকে পানি খাচ্ছে হলের শিক্ষার্থীরা। এছাড়া পানির সঠিক গ্রেড নির্ণয় করতে বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং শাখার সহায়তায় পানির স্যাম্পল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলেও সংশ্লিষ্টরা জানান।

ট্যাংক স্থাপনের বিষয়ে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রভোস্ট অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, ‘হলের শিক্ষার্থীদের জন্য এর আগে একটি ফিল্টার দেওয়া হয়েছিল কিন্তু ফিল্টারগুলো কিছুদিন পরপরই নষ্ট হয়ে যায়। সেজন্য আমরা একটি স্থায়ী সমাধানের জন্য এই ট্যাংক স্থাপন করেছি। এই ট্যাংক থেকে শিক্ষার্থীরা শুধু খাবারের পানি সংগ্রহ করবে।

ট্যাংক ময়লা হয়ে যেতে পারে এবং এর পরিষ্কারের বিষয় জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘প্রতি ছয়মাস পরপর ট্যাংককে ভালোভাবে পরিষ্কার করা হবে। পানি গ্রহণের জন্য যে ট্যাপ দেওয়া হয়েছে সেগুলোও সেসময়ই পরিবর্তন করা হবে যেনো শিক্ষার্থীরা পরিষ্কার এবং স্বাস্থ্যসম্মত পানি পায়।’

ট্যাংক পরিষ্কারের ক্ষেত্রে অত্যাধুনিক যে উপায় এবং পদ্ধতি সেটি ব্যবহার করা হবে, কোনো ক্ষতিকর পদার্থ বা অস্বাস্থ্যকর উপায়ে পরিষ্কার করা হবে না বলেও জানান হলটির প্রাধ্যক্ষ।

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মোট পাঁচটি আবাসিক হলের মধ্যে সাম্প্রতিক সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বিশুদ্ধ পানি সরবরাহের জন্য প্রতি তলায় ফিল্টার স্থাপন করা হয়েছে এবং বাকি চারটি হলের মধ্যে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে সম্প্রতি ট্যাংক স্থাপন করা হয়েছে। এছাড়া অন্য তিনটি হলে আগে থেকেই আলাদা ট্যাংক থেকে খাবারের পানি সংগ্রহ করতো শিক্ষার্থীরা। কিন্তু শিক্ষার্থীদের অভিযোগ ছিল পানিতে ময়লার উপস্থিতি নিয়ে। এ বিষয়ে হল প্রাধ্যক্ষরা তদারকি করে ঠিক করে দেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি