সোমবার,৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ডিজিটাল নিরাপত্তা আইন মামলা: অব্যাহতি পেলেন ৫ সাংবাদিক


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.১০.২০২৩

ডেস্ক রিপোর্ট:

ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় চট্টগ্রামের মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলার পাঁচ সাংবাদিককে অব্যাহতি দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে সাইবার ট্রাইব্যুনাল চট্টগ্রামের বিচারক জহিরুল কবির তাদের অব্যাহতি দেন।

বিষয়টি নিশ্চিত করে আসামিপক্ষের আইনজীবী মুজিবুর রহমান চৌধুরী ফারুখ বলেন, ২০২১ সালের ২৬ জুন সাইবার ট্রাইব্যুনাল চট্টগ্রামে করা মামলায় পাঁচ সাংবাদিককে অব্যাহতি দিয়েছেন আদালত।

পাঁচ সাংবাদিক হলেন সেকান্দর হোসাইন (দৈনিক সমকালের সীতাকুণ্ড প্রতিনিধি), এনায়েত হোসেন মিঠু (দৈনিক কালের কণ্ঠ ও দৈনিক পূর্বকোণের মিরসরাই প্রতিনিধি), মাহবুবুর রহমান পলাশ (দৈনিক যুগান্তর ও দৈনিক আজাদীর মিরসরাই প্রতিনিধি), জহিরুল ইসলাম (আমার সংবাদের সীতাকুণ্ড প্রতিনিধি) এবং মোহাম্মদ ইউসুফ (দৈনিক ইত্তেফাক মিরসরাই প্রতিনিধি)।

২০২১ সালের ২২ মে দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় ‘ওরা প্রতারক’ শিরোনামে প্রকাশিত সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করা হয়। এ কারণে মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলার পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে নুরুল কবির শাহ দুলাল নামের এক ব্যক্তি একই বছরের ২৬ জুন সাইবার ট্রাইব্যুনালে চট্টগ্রামে মামলা করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি