বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে কাজ করছে যুক্তরাষ্ট্র: ব্লিঙ্কেন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.১০.২০২৩

আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন সোমবার বলেছেন, গাজায় যাতে মানবিক সহায়তা পৌঁছাতে পারে তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র ‘সক্রিয়ভাবে’ কাজ করছে।

টুইটারে দেওয়া এক সংক্ষিপ্ত বার্তায় ব্লিঙ্কেন লিখেছেন, ইসরায়েল নিজেদের রক্ষা করার জন্য আমরা তাদের পাশে আছি। গাজার জনগণ যাতে ক্ষতির হাত থেকে বেরিয়ে আসতে পারে এবং খাদ্য, পানি, ওষুধসহ তাদের প্রয়োজনীয় সহায়তা যাতে সেখানে প্রবেশ করতে পারে, তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র সক্রিয়ভাবে কাজ করছে। ফিলিস্তিনিরা কষ্ট পেলে হামাস চিন্তা করে না।

পানি, বিদ্যুৎ, খাদ্য, জ্বালানি ও ওষুধ সংকটে গাজা একটি গুরুতর মানবিক সংকটের মুখোমুখি। গাজা ও মিশরের মধ্যবর্তী রাফাহ ক্রসিং সহায়তা সরবরাহের একমাত্র পথ। গত সপ্তাহের বেশিরভাগ সময় এটি বন্ধ রয়েছে। গাজার মানুষের জন্য কয়েক টন গুরুত্বপূর্ণ মানবিক সরঞ্জাম সীমান্তের মিশরীয় অংশে জমা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি