শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » বিনোদন » ২৫ বছর পূর্তি ‘কুছ কুছ হোতা হ্যায়’র, বিশেষ স্ক্রিনিংয়ে শাহরুখ-রানি-করণ


২৫ বছর পূর্তি ‘কুছ কুছ হোতা হ্যায়’র, বিশেষ স্ক্রিনিংয়ে শাহরুখ-রানি-করণ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.১০.২০২৩

বিনোদন ডেস্ক:

কিছুদিন আগে শোবিজ ভুবনে ২৫ বছর পূর্তি উদযাপন করেন নির্মাতা ও প্রযোজক করণ জোহর। এবার তাকে দেখা গেল প্রেম-বন্ধুত্বের ২৫ বছর উদযাপন করতে। তার জনপ্রিয় ও পরিচালিত প্রথম সিনেমা ‘কুছ কুছ হোতা হ্যায়’ মুক্তির ২৫ বছর পূর্ণ হচ্ছে ১৬ অক্টোবর।

জনপ্রিয় এ সিনেমার মূল তিন চরিত্রে দেখা গিয়েছিল কিং খান শাহরুখ, রানি মুখোপাধ্যায় ও কাজলকে। আড়াই দশক পার হওয়ার পর এ সিনেমার বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন করা হয় রবিবার, মুম্বাইয়ে। উপস্থিত ছিলেন করণ, রানি ও শাহরুখ। যদিও অন্য কাজের জন্য কাজল এদিন উপস্থিত থাকতে পারেননি।

প্যাস্টেল গোলাপি শাড়িতে নজর কাড়লেন ঝলমলে অভিনেত্রী রানি মুখোপাধ্যায়। তার দুই পাশে দুই সুদর্শন পুরুষ, করণ ও শাহরুখ, দেখা গেল তাদের ‘সিগনেচার’ কালো পোশাকে। বিশেষ স্ক্রিনিংজুড়ে একাধিক আবেগঘন মুহূর্তের সাক্ষী থাকলেন অনুরাগীরা।

তার মধ্যে মঞ্চে ওঠার সময় রানির শাড়ির আঁচল ধরে তাকে সাহায্য করতে দেখা গেল কিং খানকে। বলাই বাহুল্য যে বন্ধুত্বের ঝলক দর্শক ২৫ বছর আগে পর্দায় দেখেছিলেন, তা এখনো অটুট।

মুম্বাইয়ে বিশেষ এই স্ক্রিনিংয়ে হঠাৎই দর্শককে সারপ্রাইজ ভিজিট দিতে পৌঁছে যান করণ জোহর, রানি মুখোপাধ্যায় ও শাহরুখ খান। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এদিনের অজস্র ভিডিও।

সকলেই এ ক্লাসিক সিনেমা আবারও বড়পর্দায় উপভোগ করতে এসেছিলেন কিন্তু কেউই ভাবেননি চোখের সামনে হাজির হবেন তাদের প্রিয় তারকারা। একসঙ্গে তাদের দেখে আবেগে, চোখের জলেও ভাসেন অনেকেই। উল্লাসে ফেটে পড়ে প্রেক্ষাগৃহ। শোনা যায় আনন্দে চিৎকার।

১৯৯৮ সালের ১৬ অক্টোবর বড়পর্দায় মুক্তি পায় করণ জোহর পরিচালিত ‘কুছ কুছ হোতা হ্যায়’। সিনেমার গল্প মন ছোঁয় দর্শকের, সেই সঙ্গে অবশ্যই ছিল সিনেমার গান, যা হিট এখনো।

ভারতীয় সিনে দুনিয়ায় এক দারুণ ছাপ ফেলে গেছে। এ সিনেমা বলে বন্ধুত্ব, ভালোবাসা ও দ্বিতীয় সুযোগের গল্প। এদিনের অনুষ্ঠানে পরিচালক ও দুই অভিনেতাকে একসঙ্গে দেখা যায়, যা ২৫ বছরে এ প্রথম। ‘ধর্ম প্রোডাকশন’-এর সোশ্যাল মিডিয়ায় থেকে প্রকাশিত সিনেমায় লেখা হয়, তারা মিস করেছেন পর্দার অঞ্জলি মানে কাজলকে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি