বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


গাজায় ইসরায়েলি হামলা চলছেই, নিহত বেড়ে ৩৭৮৫


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.১০.২০২৩

আন্তর্জাতিক ডেস্ক:

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে। হামাসের দাবি, তারা ২০ মিনিটের মধ্যে পাঁচ হাজার রকেট ছুড়েছে। সেইসঙ্গে ইসরায়েল সীমান্ত ভেঙে দেশটিতে অতর্কিত হামলা চালায় হামাসের যোদ্ধারা। এতে এখন পর্যন্ত ইসরায়েলের অন্তত একহাজার ৪০০ জন নিহত হয়েছে। আহত হয়েছে তিন হাজারের বেশি।

গাজার হামলার জবাবে গাজায় একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছে ইসরায়েল বাহিনী। আজ বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৭৮৫ জন। সেইসঙ্গে আহত হয়েছে অন্তত ১০ হাজার।

এদিকে গাজায় স্থল, আকাশ ও নৌপথে হামলার ঘোষণা দিয়েছে ইসরায়েল। তবে ঠিক কবে এ অভিযান শুরু হবে- তা নিয়ে মুখ খুলেনি ইসরায়েলি সেনাবাহিনী।

এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাসকে নির্মূল না করা পর্যন্ত গাজায় অভিযান চলবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি