সোমবার,৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচন; প্রতিক বরাদ্দ পেলেন ৫ প্রার্থী


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.১০.২০২৩

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) সংসদীয় শূণ্য আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী পাঁচ প্রার্থীর মাঝে প্রতিক বরাদ্দ করা হয়েছে। শুক্রবার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ করেন উপনির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. শাহগীর আলম।

এর মধ্যে শিক্ষক নেতা ও বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো: শাহজাহান আলম সাজু পেয়েছেন দলীয় প্রতিক নৌকা, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো: আব্দুল হামিদ পেয়েছেন দলীয় প্রতিক লাঙ্গল, ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী মো. রাজ্জাক হোসেন পেয়েছেন দলীয় প্রতিক আম, জাকের পার্টির জহিরুল ইসলাম (জুয়েল) পেয়েছেন দলীয় প্রতিক গোলাপফুল ও একমাত্র স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধা পেয়েছেন কলার ছড়ি।

এদিকে নির্বাচনী আচরণ বিধি মেনে চলার জন্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতি আহ্বান জানিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো: শাহগীর আলম বলেন, আপনারা সবাই নির্বাচনী আচরণবিধি মেনে চলবেন। আমি সকলের কাছে অনুরোধ করবো সবাই যেন আচরণবিধি মেনে চলেন। আমরা সকলের সহযোগীতায় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেব।

বহুল আলোচিত ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) সংসদীয় আসনের এমপি উকিল আব্দুস সাত্তার ভূঞা গত ৩০ সেপ্টেম্বর ইন্তেকাল করন। তার মৃত্যুতে এই শূন্য সংসদীয় আসনে উপনির্বাচন ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি