সোমবার,৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


আখাউড়া থেকে প্রথমবারের মতো ট্রায়াল ট্রেন গেল ভারত আগরতলায়


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.১০.২০২৩


ডেস্ক রিপোর্ট:

বহুল আকাঙ্ক্ষিত রেলপথ প্রকল্প, যা বাংলাদেশের আখাউড়াকে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার সঙ্গে সংযুক্ত করতে যাচ্ছে। আখাউড়া-আগরতলা রেলপথ প্রকল্পটি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার ভার্চুয়ালি উদ্বোধন করার কথা রয়েছে।

এ উপলক্ষে প্রথমবারের মতো আখাউড়া-আগরতলা রেলপথে পরীক্ষামূলক বা ট্রায়াল দিতে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার নিশ্চিন্তপুর রেলওয়ে স্টেশনে ট্রেন নিয়ে যায় বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। আখাউড়া-আগরতলা রেলপথে ট্রায়াল রানের ট্রেনটি পূর্বাঞ্চল রেলপথের আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের গঙ্গাসাগর রেলওয়ে স্টেশন থেকে দুপুর সাড়ে ১২টায় ইঞ্জিনসহ ৬টি মালবাহী বগির কন্টেইনার ট্রেনটি নিশ্চিন্তপুরের উদ্দেশে ছেড়ে যায়।

ওই ট্রায়াল ট্রেনে ২ জন ট্রেন পরিচালক (গার্ড), ২ জন চালকসহ রেলওয়ে সংশ্লিষ্ট ৬ জন রয়েছে। যারা পাসপোর্ট ভিসা নিয়ে বৈধভাবে ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করে সীমান্ত অতিক্রম করে আগরতলার নিশ্চিন্তপুর যাচ্ছেন বলে গঙ্গাসাগর রেলওয়ে স্টেশনে দায়িত্বরত ইমিগ্রেশন ইনচার্জ আব্দুর রাজ্জাক নিশ্চিত করেছেন।

আখাউড়া-আগরতলা রেলপথ প্রকল্পের বাংলাদেশ অংশের প্রকল্প পরিচালক মো. আবু জাফর মিয়া সাংবাদিকদের জানান, পরীক্ষামূলক ট্রেন চলাচল সফল হওয়ায় আগামী ১ নভেম্বর রেলপথটির উদ্বোধন করা হবে। উদ্বোধনের পর প্রথম দিকে পণ্যবাহী ট্রেন এবং পরবর্তীতে যাত্রীবাহী ট্রেনও চালানো হবে এ রেলপথে।

তিনি আরও বলেন, এখন উদ্বোধনের জন্য প্রস্তুত বহুল কাঙ্ক্ষিত রেলপথটি। দুই দেশের প্রধানমন্ত্রী এ প্রকল্পটি উদ্বোধনের কথা রয়েছে।

টেক্সমেকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের কান্ট্রি ম্যানেজার শরৎ শর্মা বলেন, রেলপথ প্রকল্পের গঙ্গাসাগর স্টেশন, কাস্টমস ও ইমিগ্রেশন ভবনের কাজ প্রায় শেষ পর্যায়ে। উদ্বোধনের জন্য পুরোপুরি প্রস্তুত আছে রেলপথ। এ রেলপথে ৮০ কিলোমিটার গতিতে ট্রেন চালানো যাবে।

জানা যায়, ভারত-বাংলাদেশ রেলওয়ে সংযোগ প্রকল্পটি আখাউড়া-ঢাকা হয়ে আগরতলা এবং পশ্চিমবঙ্গের মধ্যে ভ্রমণের সময় ও দূরত্ব কমিয়ে দেবে। প্রকল্পটি চালু হলে ৩১ ঘণ্টার পরিবর্তে সময় লাগবে ১০ ঘণ্টা এবং আগরতলা-কলকাতার দূরত্ব ১ হাজার ৬৫০ কিলোমিটার থেকে দূরত্ব দাঁড়াবে মাত্র ৫১৩ কিলোমিটার।

স্থানীয় বাসিন্দাদের কর্মসংস্থানের পাশাপাশি দুই দেশের মধ্যে রেলপথে বাণিজ্যের দ্বার খুলবে, কমবে পরিবহণ খরচ- এমনটাই দাবি করছেন রেলমন্ত্রী ও সচিবসহ সংশ্লিষ্টরা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি